অফবিট

লক্ষাধিক ছোট ছোট নীল ফুল জাপানের একটি পার্কে, লকডাউনে সেজে উঠেছে প্রকৃতি

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনের মাঝে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে, কিন্তু প্রকৃতির সেজে উঠেছে নিজের মতো করে সুন্দরভাবে। জাপানের একটি পার্কে ভরে উঠেছে নীল ছোট ছোট ফুলে। ফুলগুলি ফুটেছে মূলত হিতাচিনাকা, ইবারাকি, জাপান ইত্যাদির জায়গার নানান বাগান। ৪৭০ একর জুড়ে এক মনোরম দৃশ্য তৈরি হয়েছে। ফুল গুলির মধ্যে রয়েছে লক্ষাধিক ড্যাফোডিলস, ১৭০ রকমের টিউলিপ, পাঁচ লক্ষেরও বেশি ‘বেবি ব্লু আইস’ ফুল বা নিমোফিলা। অসাধারণ এই ছোট ছোট নীল ফুলগুলোর জন্ম হয় এপ্রিল মাসে, বছরে একবারই দেখা যায়। এই অসাধারণ দৃশ্যকে বলা যেতে পারে ‘নিমোফিলা হারমোনি’।

Advertisement
Advertisement

আকাশের নীল রংয়ের সঙ্গে যেন মিশে গেছে এই ৫ লক্ষ হাল্কা আকাশী রঙের ছোট ছোট ফুলগুলি। হিতাছি পার্কটিতে সাধারনত এই সময় পর্যটকে ভর্তি থাকে, পর্যটকরা এখানে এসে ফুলগুলি দেখে অবাক হন। কিন্তু করোনা ভাইরাস এর মহামারীর জন্য এপ্রিল মাসের ৪ তারিখ থেকে বন্ধ আছে পার্কটি। এই ছোট ছোট ফুল আকারের ২-৩ সেন্টিমিটার এর মতন হয়। ১৯৯০ সালে হিতাছি পার্কটি প্রথম পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। এ ফুল গুলি সাধারণত এপ্রিলের মাঝখান থেকে শুরু করে মে মাসের মাঝখান পর্যন্ত ফুটে থাকে। পর্যটকরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে কখন এই ফুলগুলি ফুটবে।

Advertisement

Advertisement
Advertisement

এই পার্কের চত্বরটি মূলত মিলিটারি এয়ারপোর্ট এর অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই চত্বরটি বোমা বর্ষণের জন্য ক্ষতবিক্ষত হয়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে সেখানকার অধিবাসীরা খুব সাফল্যের সঙ্গে জাপানের সরকারকে জায়গাটি ফিরিয়ে দিতে পেরেছিল। ভাগ্যিস এমন জায়গা ফিরে এসেছিল। তবেই না লকডাউনের বাজারে গোটা বিশ্বের মানুষকে একটু আনন্দ দিতে এমন ফুলগুলি ফুটে উঠেছে।

Advertisement

Related Articles

Back to top button