নিউজরাজ্য

বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা মুখ্যমন্ত্রীকে ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’ আখ্যা দেন, ভিডিও ট্যুইট করে কটাক্ষ বিজেপির

Advertisement
Advertisement

ভারতীয় জনতা পার্টি জানিয়েছে যে, অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’র আখ্যা দিয়েছেন। রাজ্যে ফেরার পর স্টেশন থেকে বাসে নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেছেন তারা। বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট ট‍্যুইটারে অভিযোগ করেছেন যে, পরিযায়ী শ্রমিকরা ক্যামেরার সামনে নিশ্চিত করেছেন যে তাদের ট্রেনে ও অন্যান্য রাজ্যে যত্ন নেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement

‘বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা ক্যামেরার সামনে নিশ্চিত করেন যে, তাদের ট্রেন ও অন্যান্য রাজ্যে যত্ন নেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার কোনও ব্যবস্থা ছিল না। এই শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’র তকমা দিচ্ছেন! এই ভিডিওটির বাইরে কি আর কোন প্রমাণের দরকার আছে?’ ভিডিও ট্যুইট করে এমনই জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন যে, ২০ মে ঘূর্ণিঝড়ের পর সীমিত পরিকাঠামো নিয়ে রাজ্য সরকার কোথায় এত সংখ্যক পরিযায়ী শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনের জন্য রাখবে?

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী এই সময় কেন্দ্রকে রাজনীতি না করার অনুরোধ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বর্তমানে কোভিড ১৯ মহামারী ও ঘূর্ণিঝড় আম্ফানের কারণে দ্বৈত সংকটের বিরুদ্ধে লড়াই করছে রাজ্য। ‘রাজ্য সরকার কোভিড ১৯ মহামারী ও ঘূর্ণিঝড় আম্ফানের দ্বারা সৃষ্ট ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দ্বৈত সংকটের মুখোমুখি হচ্ছে। আমাদের পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। অথচ ভারতীয় রেল প্রতিদিন রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন প্রেরণ করছে। আমাদের জানাতেও প্রয়োজন মনে করছে না।’ জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

Related Articles

Back to top button