ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়িতে 65,000 টাকা ডিসকাউন্ট, কিনুন MG MOTORS এর এই দুর্দান্ত গাড়ি

এমজি মোটরস সম্প্রতি ভারতে তাদের নতুন ডিসকাউন্ট অফার নিয়ে হাজির হয়েছে

Advertisement
Advertisement

বছরের শেষে মরিস গ্যারাজ অর্থাৎ এমজি মোটরস ভারতের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বেশ কিছু দুর্দান্ত অফার। এই মুহূর্তে এই কোম্পানির গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন মোটা টাকা ডিসকাউন্ট। স্টক ক্লিয়ারেন্স সেল হিসেবে এই ডিসকাউন্ট অফার নিয়ে এসেছে এই কোম্পানিটি। এই অফারে এখন আপনারা এই কোম্পানির বিভিন্ন গাড়িতে ১.৫ লক্ষ্য টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। নতুন বছরের শুরু হওয়ার আগে এই ডিসকাউন্ট অফারে রীতিমতো গ্রাহকদের আরো বেশি প্রলুদ্ধ করতে শুরু করেছে এই কোম্পানিটি। আর এই ডিসকাউন্ট অফারের নাম দেওয়া হয়েছে ডিসেম্বর ফেস্ট।

Advertisement
Advertisement

MG মোটরসের ডিসেম্বর ফেস্টে আপনারা HECTOR, COMET এর মত কিছু মডেলের উপরে পেয়ে যাবেন ১.৫ লক্ষ টাকার কাছাকাছি ডিসকাউন্ট। এখানে আপনারা পাচ্ছেন ৫০ হাজার টাকার সরাসরি ডিসকাউন্ট এবং তার সাথেই থাকছে একই মূল্যের এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও, কিছু বিশেষ মডেলের ক্ষেত্রে কর্পোরেট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। এই ডিসকাউন্ট অফার ব্যবহার করলে COMET EV আপনারা কিনতে পারবেন ৬৫,০০০ টাকা ডিসকাউন্টে যা এখনো পর্যন্ত এমজি মোটরসের তরফ থেকে সবথেকে বড় অফার বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, GLOSTER এবং ASTOR গাড়ি দুটিতে পাওয়া যাচ্ছে সব থেকে বেশি ডিসকাউন্ট। ৫০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এর পাশাপাশি এই দুটি মডেলের উপর রয়েছে ১ লক্ষ টাকার সরাসরি ডিসকাউন্ট। ফলে সব মিলিয়ে ১.৫ লক্ষ টাকার ডিসকাউন্ট আপনার এমনিতেই পাচ্ছেন। তার উপরেও থাকছে আরো কর্পোরেট ডিসকাউন্ট। অন্যদিকে, ZS EV তেও আপনাদের জন্য রয়েছে একই রকমের ডিসকাউন্ট অফার। ফলে সব মিলিয়ে বলাই যায়, এই শীতের মৌসুমে আপনাদের জন্য উপহারের ঝুলি নিয়ে হাজির হয়েছে MG MOTORS।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী বছরের শুরু থেকেই কিন্তু তাদের গাড়ির দাম বৃদ্ধি করবে এম জি মোটরস। এই কোম্পানিটি তাদের HECTOR, GLOSTER, ASTOR, ZS, COMET এর মত জনপ্রিয় কিছু গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে আগামী বছরের শুরু থেকে। ফলে, আপনি যদি এই মাসের মধ্যে এই গাড়িগুলো কিনতে চান তাহলে এটাই আপনার জন্য শেষ সময়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button