নিউজরাজ্য

মুখ্যমন্ত্রীর তাগিদায় প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর বারাসাত মেট্রোর জমিজট কাটলো, মেট্রো যাবে মাটির তলা দিয়ে

যশোর রোডের উপর মেট্রো লাইন গেলে আশেপাশে প্রচুর জমি অধিগ্রহণ করতে হবে যা একপ্রকার অসম্ভব

Advertisement
Advertisement

রাজ্যে নির্বাচনের আগে জোরকদমে চলছে বিমানবন্দর থেকে উত্তর শহরতলীর মেট্রোর কাজ। এই কাজের মাধ্যমে কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো লাইন চালু হয়ে যাবে। এই বিস্তীর্ণ অঞ্চলে মেট্রো চললে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কলকাতাবাসীর জন্য খুবই সুবিধার হয়ে যাবে। তবে মেট্রোর পথ নিয়ে ইতিমধ্যেই কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। আসলে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো আসবে যশোর রোড ধরে। কিন্তু এই রাস্তা খুবই সংকীর্ণ হওয়ায় মাটির উপর দিয়ে মেট্রো গেলে রাস্তার ধারে জমি অধিগ্রহণ করা দরকার হয়ে পড়েছিল। কিন্তু সেখানে জমি অধিগ্রহণ নিয়ে বেশ সমস্যা সৃষ্টি হয়েছিল।

Advertisement
Advertisement

জমিজট নিয়ে সমস্যার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাই। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, “নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত রাস্তার পাশে জমি অধিগ্রহণ করা প্রায় অসম্ভব। সেখানে জমি অধিগ্রহণ করতে গেলে বিক্ষোভের সৃষ্টি হবে। এই আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মেট্রো লাইনকে মাটির নিচে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন।”

Advertisement

আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেট্রোরেল তৈরিতে জমিজট সমাধান করলেন। তিনিও জানিয়ে দিয়েছেন যে বিমানবন্দর থেকে বারাসাত মেট্রোর জমিজট কাটাতে নিউ ব্যারাকপুর থেকে বারাসাত পর্যন্ত মেট্রো মাটির নিচে নিয়ে যাওয়া হবে। এর ফলে জমি অধিগ্রহণের কোন প্রয়োজন হবে না। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করার পর প্রধানমন্ত্রী তড়িঘড়ি রেলমন্ত্রক এর উচ্চ আধিকারিকদের মাটির তলা দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। স্বভাবতই নির্বাচনের আগে রাজ্যবাসীকে কোনভাবেই রাগিয়ে দিতে চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এবার মুখ্যমন্ত্রীর তাগিদা ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর বারাসাত মেট্রো লাইনের জমিজট সমাধান হল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button