নিউজ

এই অভিনেত্রীকে মনে আছে? এনার একটি ছবিই রাতের ঘুম কেড়ে নিতে পারে

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: খুব স্বল্পসংখ্যক ছবিতেই আমরা এনাকে পেয়েছি। বলিউডে সাফল্যের দৌড়ে সামিল হয়েও যারা কালের স্রোতে হারিয়ে গেছে ইনি তাদেরই একজন। ‘1920 লন্ডন’ সিনেমার অভিনেত্রী মীরা চোপড়াকে মনে পড়ে? সিনেমায় কেরিয়ার সেরকম সুদীর্ঘ না হলেও এনার সৌন্দর্যে সেসময় কাহিল হন বহু ভক্তরা। সিনেমার থেকে দূরত্ব বজায় রাখা মীরাকে মিস করেন অনেকেই।

Advertisement
Advertisement

সারমান জোশির বিপরীতে ‘1920 লন্ডন’ তার কেরিয়ারের একটি উল্লেখযোগ্য সিনেমা। এই ছবিতে ভয়ংকর ভূতের প্লটের ওপর নির্মিত হাড়হিম করা থ্রিলার দেখতে পান দর্শকরা।

Advertisement

আরও পড়ুন : বাঙালি অভিনেত্রীর হট ছবি, উত্তাল নেট দুনিয়া

Advertisement
Advertisement

এর পরপরই মীরা বিয়ে করে নেন এবং বলিউডকে টাটা গুড বাই বলেন। বিশেষ কোনো ইভেন্টে তার উপস্থিতি বিশেষ চোখে পড়ে না। তবে সোশাল মিডিয়ায় এখন বেশ সক্রিয় মীরা। তার ছবি আজও নেটদুনিয়ায় তোলপাড় তুলতে সক্ষম। এনার পোস্ট করা একটি হট ছবিই আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ওনার ভক্তরা তাকে তার বিভিন্ন পোস্টের মাধ্যমেই আজও মনে রেখেছেন। আপনিও কী মিস করেন এই গ্ল্যামারাস বলিউড ডিভাকে?

Advertisement

Related Articles

Back to top button