খেলাক্রিকেট

ENG vs NZ: সোশ্যাল মিডিয়ায় ‘কাটাপ্পা’ হয়ে উঠলেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম, এই কারণে ট্রোলড হলেন

ম্যাককালামের কোচিংয়ে ইংল্যান্ড দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ খেলছে। আর প্রথম ম্যাচেই ইংল্যান্ডের চোখে পড়ার মতো সাফল্য কাটগড়ায় তুলেছে ব্র্যান্ডন ম্যাককালামকে।

Advertisement
Advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচনায় রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাককালাম। এর কারণ অবশ্য আর কিছুই নয়, সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হয়েছেন তিনি। আর ইংল্যান্ডের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেই তার নিজের দল অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছে ইংল্যান্ড। লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলা হচ্ছে।

Advertisement
Advertisement

সিরিজের প্রথম টেস্ট ম্যাচে, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন, কিন্তু ইংল্যান্ডের বোলারদের সামনে পুরো দল তাদের প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের দল প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিং করার সুবাদে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন দলের নবনিযুক্ত কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

Advertisement

সম্প্রতি ম্যাককালামকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট। ম্যাককালামের কোচিংয়ে ইংল্যান্ড দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ খেলছে। আর প্রথম ম্যাচেই ইংল্যান্ডের চোখে পড়ার মতো সাফল্য কাটগড়ায় তুলেছে ব্র্যান্ডন ম্যাককালামকে। ম্যাককালাম দীর্ঘদিন নিউজিল্যান্ডের অধিনায়ক এবং নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে উদ্ভাসিত করেছিলেন। এমন পরিস্থিতিতে নিজের সাবেক দলের বিপক্ষে কোচিং করায় তিনি এখন সংবাদ মাধ্যমের আলোচনায়।

Advertisement
Advertisement

আর এই কারণেই নেট পাড়ায় ক্রিকেটপ্রেমীরা ম্যাককালামকে নিয়ে কিছু মজার পোস্ট দিচ্ছেন, যা রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংও বিশেষ ছিল না। নিউজিল্যান্ডের ১৩২ রানের জবাবে ইংল্যান্ডের দলও মাত্র ১৪১ রান করতে পারে এবং মাত্র ৯ রানের সামান্য লিড নিতে পারে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসের শুরু থেকে বেশ বিপদে পড়েছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button