দেশনিউজ

‘করোনা যোদ্ধারা অপরাজেয়’, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সাথে লড়াই করছে দেশ। এই অবস্থায় আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন। এই দফার লকডাউনে বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে। দেশের মানুষকে করোনার হাত থেকে বাঁচানোর জন্য স্বাস্থ্যকর্মীরা লড়ছেন সামনে থেকে। আজ তাদের প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাস হলো অদৃশ্য শত্রূ, কিন্তু মারণ এই ভাইরাসের সাথে যারা লড়াই করছে তারা অপরাজেয়। স্বাস্থ্যকর্মীদের উপর কোনোরকম হামলা বরদাস্ত করা হবেনা বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement

সোমবার বেঙ্গালুরুতে রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর রজত জয়ন্তী উপলক্ষে একটি ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এই কথা বলেন। মোদী বলেন, “দেশ করোনার সাথে লড়ছে। কিন্তু আমাদের করোনা সামনে থেকে লড়াই করছেন। কঠোর পরিশ্রম করছেন করোনা যোদ্ধারা। ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা সেনাবাহিনীর মতো। এরকম যারা করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়ছে তাদের উপর কোনো হামলা বরদাস্ত করা হবে না। যারা হামলা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কাছাকাছি। মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৫,৩০০ জনের। এই অবস্থায় দেশ জুড়ে জারি হচ্ছে পঞ্চম দফার লকডাউন। যে লকডাউনে অধিকাংশ ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসক, নার্সদের উপর আক্রমণের খবর সামনে এসেছে বার বার। সেই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button