নিউজরাজ্য

ত্রাণ বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্র কামারহাটি, গুরুতর আহত এক যুবক

Advertisement
Advertisement

বর্তমান সময়ে বহু মানুষকে ত্রাণ বিলি করতে দেখা গেছে। গরিবদের জন্য নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ধনী শ্রেণী থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাও। এবার এই ত্রাণ বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি। একে ওপরের সাথে লড়াইয়ে গুরুতর আহত এক যুবক এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। ত্রাণ বিলিকে কেন্দ্র করে এরকম ঘটনা খুব দুর্ভ্যাগ্যজনক বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।

Advertisement
Advertisement

সোমবার সন্ধ্যার দিকে কামারহাটি পুরসভার ২৯ নং ওয়ার্ডে এলাকাতে স্থানীয় কিছু যুবক মিলে ত্রাণ বিলি করছিলেন। ঠিক সেইসময় স্থানীয় কাউন্সিলর রুপালি সরকার সেখানে তার সব লোকজন নিয়ে তাদের উপর চড়াও হন। তাদের প্রশ্ন ছিল যে এলাকাতে কাউন্সিলর থাকতে যুবকরা কেন ত্রাণ বিলি করবে? এই নিয়ে তর্কবিতর্ক শুরু হতে হতে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। সেই সময় কাউন্সিলরের নির্দেশে এক যুবককে এমন ভাবে মারা হয়, যে সেই যুবক এখন আরজিকর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

Advertisement

আজ সকালে স্থানীয় কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর করে জনতা। ঘটনাস্থলের খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ সেখানে গেলে তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। অনেকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button