ভাইরাল & ভিডিও

রাজমিস্ত্রি থেকে ডিজে! সুপারহিট ‘খেলা হবে’ গানের রিমিক্স করে রাতারাতি ভাইরাল বাংলার আমিন

তারাপীঠে নিজের একটি কম্পিউটারে বসে বসে তিনি তৈরি করে ফেলেন বিভিন্ন গানের রিমিক্স, যার মধ্যে বর্তমানে সবথেকে জনপ্রিয় 'খেলা হবে'

Advertisement
Advertisement

খেলা হবে এই গানটি শুনলেই এখন আমাদের মনে পড়ে যায় তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের কথা। কিন্তু তার থেকেও এই গানের জনপ্রিয় হওয়ার হোতা হয়ত অন্য আরেকজন। তার নাম ডিজে বুলবুল। আপনারা অনেকেই হয়ত ডিজে বুলবুলের ব্যাপারে শুনে থাকবেন কিন্তু তিনি কে বা তিনি কোথায় থাকেন সেটা হয়ত অনেকেরই অজানা। আপনার কজন ডিজনী + হটস্টার এর ‘দ্যা অফিস’ ওয়েব সিরিজটি দেখেছেন? সেখানে উইলকিনস চাওলা অফিসে কর্মরত কুট্টি নিজের অবসর সময়ে হয়ে যেতেন ‘ডিজে চবি’। ঠিক এরকমই ঘটনা বীরভূমের একটি অজ পাড়াগায়ের মোহাম্মদ আমিনের সাথে, থুড়ি, ডিজে বুলবুলের সাথে।

Advertisement
Advertisement

তার একমাত্র সম্বল একটি কম্পিউটার দিয়ে তিনি একের পর এক গানের রিমিক্স তৈরি করতে থাকেন। আর মাঝে মধ্যে তার একজন বন্ধু পাশের গ্রামের সাউন্ড ব্যবসায়ী জালাল তাকে ল্যাপটপ দিয়ে সাহায্য করে থাকেন। আর শুধু নিজের তাগিদ আর সঙ্গীতের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে তিনি রাতারাতি রাজমিস্ত্রী থেকে হয়ে গেলেন ডিজে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রচারে সব জায়গায় বাজছে ‘খেলা হবে’ গানটি। এই গানটির যতটা ক্রেডিট দেবাংশুকে দেওয়া হয়, ঠিক ততটাই ক্রেডিট এর যোগ্য ডিজে বুলবুল ওরফে আমিন।

Advertisement

রাজ্যজুড়ে যেকোনো প্রচার, যেকোনো ধরনের পার্টি, খেলাধুলা, বিয়ে বাড়ির অনুষ্ঠান সবকিছুতেই এখন ভাইরাল এই খেলা হবে। এই রিমিক্স এর জনপ্রিয়তা জোরে আমিন এখন নিজের এলাকায় ‘খেলা হবে দাদা’ হিসেবে বেশি পরিচিত। রাজনীতিবিদ হিসেবে আমিনের বরাবরের একমাত্র পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য কাজ করেন, তাই তিনি তৃণমূলের গান রিমিক্স করতে বেশি পছন্দ করেন। বছর কয়েক আগে মুম্বাইয়ে যখন তিনি রাজমিস্ত্রির কাজ করতেন তখন কিছু টাকা জমিয়ে একটি পুরনো কম্পিউটার কিনে আনেন। আর এই কম্পিউটার থেকে ইউটিউব খুঁজে খুঁজে তিনি বের করে ফেলেন গানের রিমিক্স তৈরি করার কৌশল।

Advertisement
Advertisement

এর সাথে পাশের গ্রামের বন্ধু সাউন্ড বক্সের ব্যবসায়ী জালাল থেকে ল্যাপটপ দিয়ে সাহায্য করেছেন বেশ কয়েকবার। প্রথম দিকে তিনি বিয়ে বাড়িতে এবং বিভিন্ন অনুষ্ঠানের ডিজে বুলবুল হিসেবে রিমিক্স করতে থাকেন হিন্দি এবং বাংলা গানের। তারপর হঠাৎ ২০১৯ সালে তৃণমূলের প্রচারের সময় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এর ‘মমতাদি আরেকবার’ গানটি রিমিক্স করে ফেলেন। মুম্বাইয়ে থাকাকালীন তিনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছিলেন, সেই ইউটিউব চ্যানেলে গানটি হয়েছে রীতিমতো ভাইরাল। তারপরে ২০২১ এ দেবাংশুরই লেখা খেলা হবে, এটিও এখন তৃণমূলের প্রচার সংগীত হিসেবে বেশি পরিচিত। তার সাথে সাথেই, এখন বড় বড় অনুষ্ঠানে বিভিন্ন পার্টি সংকে হার মানিয়ে দিচ্ছে ডিজে বুলবুল ওরফে মোহাম্মদ আমিনের ‘খেলা হবে’।

Advertisement

Related Articles

Back to top button