ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৯০ হাজার টাকার মধ্যেই পেয়ে যান Maruti Suzuki Wagon R ও Alto, দেখুন গাড়ির সমস্ত বিশেষত্ব

আমাদের দেশের অটোমোবাইলের বাজার বেশ বড় হলেও বাজারে এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি বেশ জনপ্রিয় হয়েছে

Advertisement
Advertisement

আজকালকার দিনে ভারতে নতুন গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারও বেশ ভালোভাবে গতি পেতে শুরু করেছে। তাই এই মুহূর্তে অফলাইন এবং অনলাইন বিভিন্ন ধরনের পোর্টালে বিভিন্ন অবস্থায় গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। ভালো অবস্থায় যদি আপনি এখন একটি গাড়ি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে বিভিন্ন নতুন নতুন অপশন। এরকমই একটি অন্যতম অপশন হলো মারুতি ট্রু ভ্যালু। এখানে আপনি খুব ভালো অবস্থায় সেরা দামে পুরনো গাড়ি কিনতে পারবেন। শুধু তাই নয় আপনি এর সাথে পেয়ে যাবেন আর্থিক সুবিধা যার কারণে আপনি ইএমআই তে গাড়ি কিনতে পেয়ে যাবেন। এছাড়াও নথিপত্র থেকে শুরু করে যানবাহনের মেকানিজম সবকিছু এখানে চেক করা হবে। ট্রু ভ্যালু ছাড়াও আপনি মাহিন্দ্রা ফার্স্ট চয়েজ কার ট্রেড, কারওয়ালে এবং স্পিনির মত ব্র্যান্ডগুলি বেছে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি আপনি সস্তায় পেতে পারেন।

Advertisement
Advertisement

১. Maruti suzuki swift

Advertisement

বর্তমানে ট্রু ভ্যালুতে এই গাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন। ২০১০ সালের এই মডেল আপনি সিএনজি ভার্সনে পেয়ে যাবেন। এখনো পর্যন্ত ১১৬৯৮ কিলোমিটার চালানো হয়েছে এই গাড়িটি এবং এই গাড়ির রেজিস্ট্রেশন করা হয়েছে দিল্লি থেকে। এই গাড়িটির দাম রাখা হয়েছে ১.৪০ লক্ষ টাকা এবং এটি এখন সিলভার কালারে উপলব্ধ রয়েছে। কোম্পানি তরফ থেকে এই গাড়িটি পরীক্ষা করা হয়েছে এবং এর একটি নির্দিষ্ট সার্টিফিকেট ও দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

২. Alto LX

Maruti suzuki কোম্পানির ছোট alto এখন অনেকের পছন্দের একটি গাড়ি। আপনি যদি সেকেন্ড হ্যান্ড অলটো গাড়ি কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন অপশন। True Value ওয়েবসাইটে আপনি ২০১০ সালের একটি মডেল পেয়ে যাবেন যার দাম রাখা হয়েছে ৯০ হাজার টাকা। এই গাড়িটি ৭৯৯০৭ কিলোমিটার কভার পড়েছে এবং এই গাড়িটি শুধুমাত্র পেট্রোল ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। এই গাড়িটির দ্বিতীয় মালিক আপনি হবেন।

৩. Wagon R

True Value ওয়েবসাইটে আপনি সেকেন্ড হ্যান্ড Wagon R গাড়িটি পেয়ে যাবেন যার চাহিদা মূল্য রাখা হয়েছে ১.৫০ লক্ষ টাকা। এটি একটি ২০১০ সালের মডেল এবং এখনো পর্যন্ত ১ লক্ষ ৩৪ হাজার ৪০৫ কিলোমিটার চালানো হয়েছে এই গাড়িটি। এই গাড়িটি হলো প্রথম মালিকের গাড়ি এবং এর গাড়ির রং হলো গাঢ় ধূসর। এটি একটি ঝরঝরে গাড়ি এবং এটি নয়ডাতে রেজিস্টার করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button