টেক বার্তা

Maruti Suzuki Swift: মুহূর্তের মধ্যেই Alto-কে ভুলে গেল সবাই, মারুতির এই গাড়ি কিন্তু এখন লম্বা লাইন, দাম অনেকটাই কম

এই মুহূর্তে মারুতি সুজুকি কোম্পানির একটি গাড়ি ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছে

Advertisement
Advertisement

এতদিন পর্যন্ত ভারতে মারুতি সুজুকি কোম্পানির বেস্ট সেলিং গাড়ি ছিল Alto। কিন্তু এখন সম্প্রতি এই গাড়ির উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Maruti Suzuki। এর ফলে একটা বিরাট অংশের মানুষ কিছুটা হলেও আশাহত হয়েছেন। এই গাড়িটি ছিল ভারতের সবথেকে সস্তা চার চাকার গাড়ি। যদিও আশাহত হওয়ার কারণ নেই, কারণ এবারে অলটো বিক্রিকে ছাপিয়ে গিয়েছে মারুতি সুজুকির আরেকটি চারচাকা গাড়ি। চলুন সেই গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিত।

Advertisement
Advertisement

২০২৩ সালের মার্চ মাসে গাড়ি বিক্রি পরিসংখ্যান অনুযায়ী, maruti suzuki এর বেস্ট সেলিং কার এই মুহূর্তে সুইফট। অলটো সিংহাসন থেকে সরে যাবার পরে এই মুহূর্তে সুইফট ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে। মার্চ মাসে ১০০০০ এর বেশি ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ির। সর্বমোট পরিসংখ্যান দেখতে গেলে, মার্চ মাসে ১৭৫৫৯টি সুইফট গাড়ি বিক্রি করেছে মারুতি সুজুকি। বর্তমানে সারাদেশে জনপ্রিয়তার শিখরে রয়েছে এই চার চাকা গাড়ি। উল্লেখযোগ্য বিষয়টি হলো, এই গাড়িটির দাম খুব একটা হাইফাই কিছু নয়। বাজারে মারুতি সুজুকি সুইফট গাড়ি এক্স শোরুম দাম ৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এবং সর্বাধিক দাম হতে পারে ৯.০১ লক্ষ টাকা।

Advertisement

এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৯ ব্রেক হর্স পাওয়ার তৈরি করতে পারে। সঙ্গে এদের দুই ধরনের ট্রান্সমিশন পাওয়া যায়। প্রথমটি হল ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং আরেকটি হল অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। মারুতি সুজুকি সুইফটের মাইলেজ ২৩ কিলোমিটার। পেট্রল ইঞ্জিন ছাড়াও এই গাড়িটি সিএনজি বিকল্পে বাজারে পাওয়া যায়। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই গাড়ির হাইব্রিড ইঞ্জিন বাজারে আসতে চলেছে। শক্তিশালী হাইব্রিড মোটর যোগ হবার ফলে মারুতি সুজুকি সুইফট ৩৫ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে বলে দাবি করছে কোম্পানি। ২০২৪ সালে বাজারে মারুতি সুজুকি সুইফট হাইব্রিড লঞ্চ করতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button