টেক বার্তা

মাত্র ১.৫ লক্ষ টাকা দিয়ে বাড়িতে আনুন Maruti Suzuki Jimny, প্রতি মাসে EMI একদম কম

এই গাড়িতে আপনি খুবই সস্তায় অনেক ফিচার দেখতে পারবেন

×
Advertisement

মারুতি সুজুকি অবশেষে ভারতীয় বাজারে তার জিমনি ৫ ডোর লাইফস্টাইল SUV লঞ্চ করে দিয়েছে৷ এর সরাসরি প্রতিযোগিতা হবে মাহিন্দ্রা থার এবং ফোর্স গুর্খার মতো গাড়ির সঙ্গে। কোম্পানিটি এর প্রাথমিক মূল্য ১২.৭৪ লাখ টাকা রেখেছে। জানিয়ে রাখি, এই গাড়িটি Nexa ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে। এটিতে একটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ১০৫ PS শক্তি এবং ১৩৪ Nm টর্ক তৈরি করে। এই নতুন SUV-তে ৬ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ৪-স্পীড AT গিয়ারবক্স বিকল্প রয়েছে। এর সাথে 4X4 সিস্টেমও দেওয়া হয়েছে।

Advertisements
Advertisement

আপনিও যদি এই SUV কেনার কথা ভাবছেন, তাহলে আপনাদের জন্য এই গাড়িটি সবথেকে ভালো হতে পারে। তবে এই গাড়ি যদি আপনি কেনেন তাহলে আপনাকে অবশ্যই EMI এর বন্দোবস্ত করতে হবে। জানিয়ে রাখি, প্রায় ১০% ডাউন পেমেন্টের পরিমাণ এবং ১০% ব্যাঙ্কের সুদের হার এবং ৫ বছরের গড় মেয়াদ যদি আপনি বেছে নেন, তাহলে আপনার জন্য সবথেকে ভালো হবে। ক্রেতা যে মেয়াদের জন্য ঋণ নেবেন তা ক্রেতাকেই নির্ধারণ করতে হবে। পাশাপাশি, সুদের হারও ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে পরিবর্তিত হবে।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, মারুতি সুজুকি জিমনি দুটি ভিন্ন ভেরিয়েন্ট জিটা এবং আলফাতে বিক্রি হয়। এর দাম ১২.৭৪ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং সর্বাধিক ১৪.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত যায়। এই লাইফস্টাইল SUV-এর অন-রোড (দিল্লি) দাম ১৪.৭৪ লক্ষ থেকে ১৭.২০ লক্ষ টাকা পর্যন্ত।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button