টেক বার্তা

Maruti Suzuki কোম্পানির এই নতুন ৭ সিটার গাড়ি, Swift ও Dzire কেও ফেলে দিয়েছে পিছনে

মারুতি সুজুকি কোম্পানির এই নতুন গাড়িতে আপনারা ৪টি মেসেঞ্জার ভেরিয়েন্ট এবং একটি অ্যাম্বুলেন্স ভেরিয়েন্ট পাচ্ছেন

Advertisement
Advertisement

ভারতে যে সমস্ত কোম্পানির গাড়ি বেশি বিক্রি হয় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মারুতি সুজুকি। এই কোম্পানির Eeco গাড়িটি যেমন পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত, তেমনি কিন্তু মাইলেজ এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এই গাড়িটি দারুন পারফরম্যান্স দিতে পারে আপনাকে। নানা সময় গ্রাহকের নানান প্রয়োজন সম্পূর্ণ করতে এই গাড়িটি অনবদ্য। এই গাড়িটি যেমন আপনারা অফ রোডিং এর জন্য ব্যবহার করতে পারেন তেমনি কিন্তু বিজনেস অথবা মার্কেটিংয়ের জন্য এই গাড়ি ব্যবহার করা যেতে পারে। হঠাৎ এই গাড়িটি একটি মাল্টিপারপাস ভেহিকেল। এই গাড়িতে আপনারা পেট্রোল ইঞ্জিন এবং সিএনজি ইঞ্জিন দু’রকম অপশন পেয়ে যাচ্ছেন। আপনার যেরকম প্রয়োজন সেরকম মডেল আপনি নিজের জন্য পছন্দ করতে পারেন। পাশাপাশি এই গাড়িতে ৫ সিট এবং ৭ সিটের দুটি আলাদা আলাদা অপশন আপনি পাচ্ছেন।

Advertisement
Advertisement

বিক্রির ব্যাপারে বলতে গেলে গত আগস্ট মাসে এই গাড়িটির সর্বমোট ১২ হাজার ইউনিট বিক্রি হয়েছিল। গত বছরের আগস্ট মাসে এই গাড়ির প্রায় ১০,৭০০ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ বলতে গেলে এই বছরে এই গাড়ির বিক্রি ১২% বৃদ্ধি পেয়েছে। এই বছর জুলাই মাসে কোম্পানি এই গাড়ির ১৩,৪৮০টি ইউনিট বিক্রি করতে পেরেছিল। অর্থাৎ বলতে গেলে এই গাড়ির বিক্রি লাগাতার বৃদ্ধি পেতে শুরু করেছে বিগত কয়েক বছর ধরে। আগস্ট মাসে বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে সেরা ১০টি গাড়ির তালিকায় ছিল EECO গাড়িটি। এই মুহূর্তে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় Maruti Suzuki Dzire ও Swift কে পিছনে ফেলে দিয়েছে এই গাড়ি। সবথেকে বেশি এই গাড়ির বিক্রি হয়, প্রাইভেট গাড়ি হিসেবে। তবে সমস্ত ক্ষেত্রেই এই গাড়ি কিন্তু অলরাউন্ডার।

Advertisement

ডাইমেনশনের ব্যাপারে বলতে গেলে এই গাড়িটির দৈর্ঘ্য ৩৬৭৫ মিলিমিটার, প্রস্থের দিক থেকে ১৪৭৫ মিলিমিটার এবং এই গাড়িটির ওজন ৯৪০ কিলোগ্রাম। সেফটির দিক থেকে বলতে গেলে এখানে চাইল্ড সেফটি লক এবং ডিস্ক ব্রেকের সুবিধা আপনি পাচ্ছেন। এছাড়াও রয়েছে প্যাসেঞ্জার সাইড এয়ার ব্যাগ, অ্যান্টি লক বেকিং সিস্টেম এবং ইবিডি, ড্রাইভার সাইড এয়ার ব্যাগ এবং রিয়ার পার্কিং সেন্সরের মতো বেশ কিছু অত্যাধুনিক ফিচার। এই গাড়িতে আপনারা অনেকটা স্পেস একসাথে পেয়ে যাবেন এবং ছয় থেকে সাত জন খুবই সহজে এখানে বসতে পারবেন। এছাড়া যদি আপনি পাঁচজন বসেন তাহলে এই গাড়িতে জিনিসপত্র রাখার অনেকটা জায়গা থাকবে। অর্থাৎ বলতে গেলে যদি আপনি কোথাও সপরিবারে ঘুরতে যান, অথবা কোন ব্যবসার কাজে গাড়ি ব্যবহার করেন, তাহলে এই গাড়ি আপনার জন্য পারফেক্ট।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button