টেক বার্তা

মাত্র ১ লাখ টাকায় পেয়ে যান MARUTI SUZUKI CIAZ, জানুন এই গাড়ির ব্যাপারে সমস্ত ডিটেইল

মাত্র ১ লক্ষ টাকায় যদি এই গাড়িটি পাওয়া যায় তাহলে এর থেকে ভালো ডিল খুব কম আছে

×
Advertisement

যদি আপনার এই মুহূর্তে গাড়ি কেনার কোন প্ল্যান থাকে কিন্তু আপনার বাজেট একটু কম হয় তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। আপনাদের জানিয়ে রাখি মাত্র এক লক্ষ টাকার বাজেটে আপনি এবার কিনতে পারবেন মারুতি সুজুকি কোম্পানির জনপ্রিয় সেডান Ciaz। নতুন এই গাড়িটি খুব সস্তায় এখন আপনি কিনতে পারছেন। মাত্র ১ লক্ষ টাকায় এই গাড়িটি আপনি যদি কিনতে পারেন তাহলে এর থেকে ভালো বিকল্প আপনার কাছে আর কিছু হবে না। মারুতি সুজুকি কোম্পানির এই সেডান গাড়িটি সত্যিই দুর্দান্ত। ফিচারের দিক থেকে দেখতে গেলে যদি মাত্র ১ লক্ষ টাকায় আপনি এই গাড়িটি পেতে পারেন তাহলে এর থেকে ভালো আর কি হবে।

Advertisements
Advertisement

কোথায় পাবেন এই গাড়িটি?

Advertisements

আপনাদের জানিয়ে রাখি এই গাড়িটি কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি। মাত্র ১ লক্ষ ১৫ হাজার টাকায় আপনি এই গাড়িটি এখন পেয়ে যাচ্ছেন বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে। লিস্ট করা তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত এই গাড়িটি ৬৩ হাজার ৯১২ কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এই গাড়িটির ম্যানুয়াল ভেরিয়েন্ট এটি। এই গাড়িটি আদতে ২০১৫ সালের একটি মডেল। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই গাড়িটি ভালো অবস্থাতেই রয়েছে। দিল্লিতে, এই গাড়িটি রেজিস্ট্রেশন করানো হয়েছিল। ২০৩০ সাল পর্যন্ত আপনি এই গাড়িটি খুব সহজে চালাতে পারবেন। এই গাড়িটি দিল্লিতেই বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। এমনিতে মারুতি সুজুকি কোম্পানির এই গাড়ির দাম ৯ লক্ষ টাকা। তবে আপনি যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন, তাই এর দাম ১ লক্ষ ১৫ হাজার টাকা করা হয়েছে।

Advertisements
Advertisement

maruti suzuki কোম্পানির এই গাড়ির সাথে একটি পেট্রল ইঞ্জিন আপনি পাচ্ছেন। এই গাড়ির ইঞ্জিনটি ১৪৬২ সিসি ক্ষমতা বিশিষ্ট। এই গাড়িতে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। এই ভেরিয়ান্টে আপনি পেয়ে যাবেন ২০.০৪ থেকে ২০.৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। এর পাশাপাশি আপনি এই গাড়িতে পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ড, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ড্রাইভার এয়ার ব্যাগ, প্যাসেঞ্জার এয়ার ব্যাগ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ফগ লাইটিং, এবং অ্যালয় হুইল। তাই আপনি যদি এই গাড়িটি কিনতে চান তাহলে এটাই আপনার কাছে সব থেকে ভালো সময়।

Related Articles

Back to top button