টেক বার্তা

সর্বনিম্ন দাম ও ৩১ Kmpl মাইলেজ দেবে এই নতুন Alto, আর কি কি ফিচার থাকছে এই নতুন গাড়িতে?

মারুতি অল্টো নতুন স্টাইলে লঞ্চ হচ্ছে

Advertisement
Advertisement

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। আর এই কোম্পানির Alto গাড়ির জনপ্রিয়তা সমন্ধে নতুন করে বলার কিছু নেই। আপনি শুনলে আরও খুশি হবেন যে মারুতি অল্টো নতুন স্টাইলে লঞ্চ হচ্ছে। আপনি এতে একটি নয় চারটি নতুন ভেরিয়েন্ট পাবেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, Alto গাড়ির এই ভ্যারিয়েন্ট এ পাবেন অসাধারণ ইঞ্জিন। এই গাড়িতে ৭৯৬ সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে। আপনি এটিতে একটি ১২ ভালভ ইঞ্জিনও পাবেন। গাড়িতে ইনস্টল করা এই ইঞ্জিনটি ৩৫.৩ কিলোওয়াট শক্তি এবং ৬৯ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। এতে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন থাকবে। এছাড়াও এই গাড়ির একটি সিএনজি ভ্যারিয়েন্ট রয়েছে।

Advertisement

এই নতুন Alto গাড়ির মাইলেজ সমন্ধে নিশ্চয় নজর থাকবে সকলের। এই গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্ট ২২ kmpl মাইলেজ দেয়। অন্যদিকে এর সিএনজি ভ্যারিয়েন্ট ৩১ kmpl এর মাইলেজ দেয়। এরপর আসা যাক এর দামের কথায়। এই গাড়ির একাধিক ভ্যারিয়েন্ট পাবেন আপনি। এই গাড়ির দাম ৪ লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button