টেক বার্তা

মারুতির এই সস্তা গাড়ির সামনে ফেল সকলে, দাম মাত্র ৩.৪ লাখ টাকা, মাইলেজ ৩১ kmpl এর বেশি

কোম্পানি কিছুদিন আগেই লঞ্চ করেছে গাড়ির নতুন আপডেটের ভার্সন Alto K10

Advertisement
Advertisement

বাজারে বাজেট মূল্যের গাড়ির কথা বললেই, প্রথমেই মারুতি সুজুকি কোম্পানির Alto এর নাম সামনে আসে। Alto 800 কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী ও জনপ্রিয় একটি গাড়ি। এই গাড়ির মূল ইউএসপি হল এর মাইলেজ। মোটামুটি যারা একটি বাজেট মূল্যের মধ্যে গাড়ি কিনতে চান তাঁদের কাছে বেস্ট অপশন এই মারুতি Alto 800 গাড়িটি। এটি এই মারুতি সুজুকি কোম্পানির সবচেয়ে সফল এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি গাড়ি। আর এরমধ্যেই কোম্পানি লঞ্চ করেছে এই গাড়ির আপডেটের ভার্সন Alto K10।

Advertisement
Advertisement

নতুন এই গাড়ির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ভারতীয় গ্রাহকরা। তবে সেই অপেক্ষা যে সার্থক হয়েছে তা এক কথায় বলা যায় গাড়িটির স্পেসিফিকেশন এবং দাম দেখে। বাজেট মূল্যের গাড়ি হলেও এই গাড়িতে রয়েছে বিভিন্ন প্রিমিয়াম সেগমেন্টের ফিচার। তার ওপর গাড়িটির বাজেট মূল্যের দাম এবং মাইলেজ অবাক করতে পারে আপনাকেও। কিছুদিন আগে এই গাড়ির কিছু ছবি এবং স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছিল যার পর রীতিমতো হইচই পড়ে গিয়েছে গ্রাহকদের মধ্যে।

Advertisement

এই Alto K10 গাড়িতে ১ লিটারের ডুয়াল-জেট ডুয়াল ভিভিটি ইঞ্জিন দেওয়া হয়েছে যা ASG অর্থাৎ অটো গিয়ার শিফট ট্রান্সমিশন সমৃদ্ধ। এছাড়া এই নতুন প্রজন্মের অল্টোতে রয়েছে স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেন্টমেন্ট সিস্টেম যা অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। এছাড়া প্রিমিয়াম গাড়ির মতো এতে কি লেস এন্ট্রি, অটো ওআরভিএম ইত্যাদি ফিচার পাওয়া যাবে। নিরাপত্তার জন্য গাড়িতে EBD সহ এবিএস ব্রেকিং এবং গাড়ির সামনে দুটি এয়ারব্যাগ রয়েছে। এছাড়া সবচেয়ে বড় কথা এই গাড়িটি ১ লিটার পেট্রোলে ৩১ কিলোমিটার অব্দি যেতে পারে।

Advertisement
Advertisement

এরপর আসা যাক দাম প্রসঙ্গে। আপনি শুনলে অবাক হবেন যে এই ফিচারসে ঠাসা Alto K10 গাড়িটি পাওয়া যাবে মাত্র ৩.৯৯ লাখ টাকার এক্স শোরুম মূল্যে। বাজেট মূল্যের মধ্যে এমন চমকপ্রদ ফিচার সত্যিই অবাক করে দিয়েছে ভারতীয় গ্রাহকদের। আপনি যদি এখন একটি হাচব্যাক গাড়ি কেনার প্ল্যান করছেন, তাহলে অবশ্যই নতুন এই Alto K10 কে বিবেচনা করতে পারেন। সেইসাথে আপনাদের জানিয়ে রাখি, অক্টোবরে কোম্পানিটির মোট বিক্রি ২১ শতাংশ বেড়ে ১ লাখ ৬৭ হাজার ২৫০ ইউনিটে দাঁড়িয়েছে।

Advertisement

Related Articles

Back to top button