টেক বার্তা

মাত্র ৫২ হাজার টাকায় বাড়ি নিয়ে যান Alto CNG গাড়ি, জানুন বিস্তারিত

গাড়িটির এক্স শোরুম মূল্য ৪.৮৯ লাখ টাকা

Advertisement
Advertisement

ভারতের বাজারে বাজেট মূল্যের গাড়ির কথা বললেই, প্রথমেই মারুতি সুজুকি কোম্পানির Alto এর নাম সামনে আসে। Alto 800 কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী ও জনপ্রিয় একটি গাড়ি। এই গাড়ির মূল ইউএসপি হল এর মাইলেজ। মোটামুটি যারা একটি বাজেট মূল্যের মধ্যে গাড়ি কিনতে চান তাঁদের কাছে বেস্ট অপশন এই মারুতি Alto 800 গাড়িটি। আজকের এই প্রতিবেদনে গাড়ির দাম, মাইলেজ, ইএমআই স্কিম ও গাড়ির স্পেসিফিকেশন সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

Advertisement
Advertisement

মারুতি Alto 800 একটি ৫ সিটার হ্যাচবাক গাড়ি। এই গাড়িতে একটি ৭৯৬ সিসির ইঞ্জিন আছে যা ৪৭.৩৩ bhp শক্তি উৎপন্ন করতে পারে। এই গাড়িতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। তার মধ্যে অন্যতম হল ড্রাইভার সাইড এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর, স্পিড এলার্ট সিস্টেম, চালকের সিটবেল্ট রিমাইন্ডার এবিএস ব্রেকিং ইত্যাদি রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি রয়েছে Alto LXi S সিএনজি ভ্যারিয়েন্ট এর। এছাড়া এই গাড়ির অন্য ভ্যারিয়েন্ট LXi (O) ও LXi এ ফ্রন্ট প্যাসেঞ্জার এয়ারব্যাগ রয়েছে।

Advertisement

এরপর আসা যাক আসল কথায়। জনপ্রিয় Alto LXi S সিএনজি ভ্যারিয়েন্ট গাড়িটির এক্স শোরুম মূল্য ৪.৮৯ লাখ টাকা। আপনি এই গাড়িটি মাত্র ৫২ হাজার টাকার ডাউনপেমেন্ট করে বাড়ি নিয়ে আসতে পারেন। এই গাড়ির ইএমআই স্কিম আপনাকে চমকে দেবে। অনলাইন ইএমআই ক্যালকুলেটর অনুযায়ী, ৫ বছরের জন্য এই গাড়িতে ৮ শতাংশ সুদ দিতে হবে। হিসাব অনুযায়ী প্রতি মাসে আপনার খরচ হবে মাত্র ৯৮৫৪ টাকা। জানিয়ে রাখা ভাল, ইএমআই স্কিমের জন্য ৫ বছরে আপনাকে মোট ১ লাখ ৫২ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button