খেলানিউজফুটবল

‘জীবনের হিরোকে হারালাম’, ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে শোকাহত মহারাজ

Advertisement
Advertisement

গত মাসে একটি স্থানীয় ক্লাবে নিজের জন্মদিন পালন করে অনুগামীদের উদ্দেশ্যে কেক কেটেছিলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। তখন হয়তো তিনি জানতেনও না এটিই তাঁর জীবনের শেষ জন্মদিন পালন করা হবে। জন্মদিন পালনের বেশ কিছুদিন পরেই মস্তিষ্কের সংক্রমণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মারাদোনা। তারপর কিছুদিন কেটে গেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু সেই ফেরাটা জীবনের মূল স্রোতে আর ফেরা হল না। অবশেষে আজ, বুধবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ষাটোর্ধ্ব দিয়েগো মারাদনা। ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। তবে শুধু ফুটবল মহল বললে ভুল হবে। ক্রিকেট তথা অন্যান্য ক্রীড়ামহল এমনকি শিল্প-সংস্কৃতির রাজনৈতিক সমস্ত মহলেই শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন অনেক ব্যক্তিত্বরা। তার মধ্যে অন্যতম হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি টুইট করে মারাদোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Advertisement
Advertisement

সৌরভের জীবনের মারাদনা শুধু একজন ফুটবলার ছিলেন না, ছিলেন তাঁর জীবনের হিরো। সৌরভ সবসময় নিজের কর্মজীবনে মারাদোনাকে আদর্শ ভেবে এগিয়ে গিয়েছিলেন। আজ তাই জীবনের হিরোর মৃত্যুতে কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছেন সৌরভ। তিনি টুইটারে লিখেছেন, ‘আমার হিরো আর নেই। আমার পাগল করা বুদ্ধিমান ফুটবলার চির শান্তিতে থাকুক, এই কামনা করি। আমি আপনার জন্যই ফুটবল দেখতাম।’ মুহুর্তের মধ্যে সৌরভের আবেগঘন টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মারাদোনার মৃত্যু আরও একবার প্রমাণ করে দিল ২০২০ সাল শুধু একটা সাল নয়, এটা বিশে বিশ ভরা বছর।

Advertisement

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button