দেশ

Indian Railway : পরপর ট্রেন বাতিল, জরুরি কাজে যাওয়ার আগে জেনে নিন কোন কোন ট্রেন বাতিল

Advertisement
Advertisement

দেশের বিভিন্ন প্রান্তে চলছে রেলের কাজ। যার ফলে মাঝে মধ্যে কিছু শাখায় ব্যহত হচ্ছে রেল পরিষেবা। গত বছরের মাঝামাঝি বা তারপর থেকে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতীয় রেল। ভারতীয় রেল কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী দিনে আরও দ্রুত গতির ও উন্নত পরিষেবা। সে জন্যই একাধিক জায়গায় চলছে কাজ। বাতিল করা হচ্ছে কিছু ট্রেন।

Advertisement
Advertisement

ভারতীয় রেল গত বছরের ডিসেম্বর চলতি বছরের শুরুর দিক পর্যন্ত বিভিন্ন রুটে চলা ৬২টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে বহু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল হওয়ায় রেলযাত্রীদের বেশ সমস্যায় পড়তে হবে। তবে আগে থেকে ট্রেন বাতিলের খবর জেনে রাখলে সমস্যা কিছুটা কম হতে পারে।

Advertisement

Advertisement
Advertisement

বাতিল ট্রেনের সম্পূর্ণ তালিকাঃ

ট্রেন নং, ১৪৬১৭ বনমানখি – অমৃতসর 3 ডিসেম্বর থেকে 2 মার্চ 2024 পর্যন্ত

১৪৬১৮ অমৃতসর-বনমানখী ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১২২৪১ চণ্ডীগড়-অমৃতসর ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১২২৪২ অমৃতসর-চণ্ডীগড় ২ ডিসেম্বর থেকে ১ মার্চ

১৪৬০৬ জম্মু তাওয়াই-ঋষিকেশ ৩ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি

১৪৬০৫ ঋষিকেশ-জম্মু তাওয়াই ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি

১৪৬১৬ অমৃতসর-লালকুয়ান ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি

১৪৬১৫ লালকুয়ান-অমৃতসর ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি

১৪৫২৪ আম্বালা-বারাউনি ২ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি

১৪৫২৩ বারাউনি-আম্বালা ৪ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৪২১৮ চণ্ডীগড়-প্রয়াগরাজ ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৪২১৭ প্রয়াগরাজ-চণ্ডীগড় ২ ডিসেম্বর থেকে ১ মার্চ

১৪৬৭৪ অমৃতসর-জয়নগর ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি

১৪৬৭৩ জয়নগর-অমৃতসর ৭ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৯৬১১ আজমীর-অমৃতসর ২ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৯৬১৪ অমৃতসর-আজমির ৩ ডিসেম্বর থেকে ১ মার্চ

১৮১০৩ টাটা-অমৃতসর ৪ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি

১৮১০৪ অমৃতসর-টাটা ৬ ডিসেম্বর থেকে ১ মার্চ

০৪৬৫২ অমৃতসর-জয়নগর ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি

০৪৬৫১ জয়নগর-অমৃতসর ৩ ডিসেম্বর থেকে ১ মার্চ

১৪৫২৫ আম্বালা-শ্রীগঙ্গানগর ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৪৫২৬ শ্রীগঙ্গানগর – আম্বালা ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৪৬২৯ চণ্ডীগড়-ফিরোজপুর ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৪৬৩০ ফিরোজপুর-চণ্ডীগড় ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৪৫০৩ কালকা-কাটরা ১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি

১৪৫০৪ কাটরা-কালকা ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি

২২৪৫৬ কালকা-সাই নগর শিরডি ৩ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

২২৪৫৫ সাই নগর শিরডি-কালকা ৫ ডিসেম্বর থেকে ২ মার্চ

১৪৫০৫ অমৃতসর-নাঙ্গালদাম ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

১৪৫০৬ নাঙ্গালডাম-অমৃতসর ট্রেন ২ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে।

Advertisement

Related Articles

Back to top button