নিউজদেশ

জরুরি ঘোষণা, বাতিল একের পর এক ট্রেন, কিছু ট্রেনের রুট বদল

Advertisement
Advertisement

একাধিক রুটের ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কিছু ট্রেন আংশিক বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর গোরক্ষপুর থেকে ছেড়ে যাওয়া ০৫০৪০ গোরক্ষপুর-নরকাটিয়াগঞ্জ অসংরক্ষিত স্পেশাল ট্রেন বাতিল করা হয়। একই সঙ্গে ২৮ নভেম্বর ২০২৩ তারিখে নরকাটিয়াগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ০৫০৩৯ নরকাটিয়াগঞ্জ-গোরক্ষপুর অসংরক্ষিত স্পেশাল ট্রেন বাতিল করা হয়। ২৯ নভেম্বর, ২০২৩ তারিখে নাকাহা থেকে ছেড়ে যাওয়া ০৫০৩৬ নাকাহা জঙ্গল-সিওয়ান অসংরক্ষিত বিশেষ ট্রেনটি বাতিল হয়েছে। ওই একই তারিখে সিওয়ান থেকে ছেড়ে যাওয়া ০৫০৩৫ সিওয়ান-গোরক্ষপুর অসংরক্ষিত বিশেষ ট্রেনটি বাতিল করা হয়।

Advertisement
Advertisement

ভারতীয় রেল জানিয়েছে, ইয়ার্ড রিমডেলিংয়ের কারণে চণ্ডীগড় অমৃতসর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিছু সময়ের জন্য পরিষেবা দিতে পারবে না।

Advertisement

রিমডেলিং দ্বারা প্রভাবিত ট্রেনের তালিকা:

Advertisement
Advertisement

• চণ্ডীগড়-অমৃতসর এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ১ মার্চ ২০২৪

• অমৃতসর-চণ্ডীগড়-লালকুয়ান এক্সপ্রেস ২ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারি

• চণ্ডীগড়-প্রয়াগরাজ উনচাহার এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ১ মার্চ

• চণ্ডীগড়-ফিরোজপুর এক্সপ্রেস ১ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি

• কালকা-চণ্ডীগড়-কাটরা এক্সপ্রেস (১ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি)

• কালকা-চণ্ডীগড়-শিরডি এক্সপ্রেস (সপ্তাহে দু’বার) ৩ ডিসেম্বর থেকে ২ মার্চ

• আগ্রা ক্যান্টনমেন্ট-চণ্ডীগড়-হোশিয়ারপুর এক্সপ্রেস ২৭, ২৮, ২৯, ৩০ ডিসেম্বর, ১ জানুয়ারি ২০২৪, ৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৪।

Train cancel

বাতিল ট্রেনের তালিকা

• বালিয়া-দাদর এক্সপ্রেস ২৯/১১/২৩ থেকে ৭/১/২৪ তারিখ পর্যন্ত বাতিল করা হবে। দাদর গোরক্ষপুর এক্সপ্রেস – ২৮/১১/২৩ থেকে ৭/১/২৪, গোরক্ষপুর থেকে দাদর এক্সপ্রেস – ৩০/১১/২৩ থেকে ৯/১/২৪, জালনা-ছাপড়া এক্সপ্রেস – ২৯/১১/২৩, ছাপড়া জালনা এক্সপ্রেস – ১/১২/২৩;থেকে ৫/১/২৪ বাতিল করা হবে।

এই ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে

• পুনে-গোরক্ষপুর এক্সপ্রেস- ৩০/১২/২৩ থেকে ৬/১/২৪

• পুনে-দ্বারভাঙ্গা এক্সপ্রেস- ২৯/১১/২৩ থেকে ৫/১/২৪

• এলটিটি-রাঁচি এক্সপ্রেস- ২৯/১১/২৩ থেকে ৫/১/২৪

• পুনে-বারাণসী এক্সপ্রেস- ২৭/১১/২৩;থেকে ৩/১/২৪

• সেকেন্দ্রাবাদ-দানাপুর এক্সপ্রেস – ২৭/১১/২৩থেকে ৭/১/২৪।

Advertisement

Related Articles

Back to top button