দেশনিউজ

তামিলনাড়ুতে মন্দিরের গোপন জায়গা থেকে মিলল গুপ্তধন

×
Advertisement

কাঞ্চিপুরম: করোনা পরিস্থিতির কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। এমন অবস্থায় তামিলনাড়ুর কাঞ্চিপুরমের এক ঐতিহাসিক মন্দির থেকে মিলল কেজি কেজি সোনা। যা দেখে হতবাক গ্রামবাসীরা। খবর পেয়ে সরকারি আধিকারিকরা এসে সেই গুপ্তধন বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ করেছে সকল গ্রামবাসী।

Advertisements
Advertisement

জানা গিয়েছে, এই মন্দির বহু পুরনো। একে চোল বংশের আমলের মন্দির বলে মনে করা হয়। গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে মন্দির সংস্কারের কাজ করছিল। এমন সময় মন্দিরের একটি সুরঙ্গর সিঁড়ির নিচে মুদ্রা এবং গয়নার আকারে কেজি কেজি সোনা পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সরকারি আধিকারিকরা এবং প্রাপ্ত সম্পদ তাদের হাতে তুলে দেওয়ার জন্য ও গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয়।

Advertisements

কিন্তু গ্রামবাসীরা তা মানতে নারাজ থাকে। এমনকি এর জেরে অশান্তি সৃষ্টি হয়েছে। যদিও অবশেষে কিছু করতে না পেরে সরকার আধিকারিকরা সব গয়না সিল করা একটি বাক্সে করে নিয়ে যায়। পরবর্তী সময়ে এই গয়না মন্দির কর্তৃপক্ষকে ফিরিয়ে দেওয়া হবে কিনা, তার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজস্ব আদায়কারী আধিকারিকরা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button