খেলাক্রিকেট

IPL 2023: IPL-এর জন্য দেশের হয়ে খেলতে নারাজ এক ঝাঁক তারকা ক্রিকেটার, ডাক পড়ল নতুন প্রতিভাদের

দলের তারকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রতি অনীহা দেখে রীতিমতো অবাক হয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড।

Advertisement
Advertisement

আইপিএলের মেগা আসর শুরু হতে আর দিন কয়েকের অপেক্ষা। এরপর জমজমাট রঙ্গমঞ্চে শুরু হবে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের মেগা আসর। যেখানে শিরোপা অর্জনের লড়াইয়ে একে অন্যের বিরুদ্ধে মাঠে নামবেন সমস্ত তারকা ক্রিকেটাররা। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলের সময়সূচী এবং ভেন্যু প্রকাশ করেছে। অপেক্ষা শুধুমাত্র ১৭ দিনের। আগামী ৩১শে মার্চ গুজরাটের বিপক্ষে আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

Advertisement
Advertisement

এদিকে আইপিএলের কাউন্টডাউন শুরু হতেই বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রতি অনীহা ব্যক্ত করেছেন। তারা চাইছেন, দেশের খেলা ছেড়ে যত সম্ভব তাড়াতাড়ি ভারতীয় প্রিমিয়ার লিগে নিজের শিবিরে যোগদান করতে। এই তালিকায় কেন উইলিয়ামসন, টিম সাউদি সহ আরও ৫ জন নিউজিল্যান্ডের ক্রিকেটার নাম লিখিয়েছেন। আইপিএল খেলার জন্য ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন না তারা। 

Advertisement

এদিকে দলের তারকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রতি অনীহা দেখে রীতিমতো অবাক হয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের পরিবর্তে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে টম লাথামের উপর। তাছাড়া দলে নিয়মিত প্লেয়ার কমে যাওয়ায় দুজন তরুণ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে। আপনাদের জানিয়ে রাখি, কেন উইলিয়ামসন আইপিএলে খেলবেন গুজরাত টাইটান্সের হয়ে। পাশাপাশি টিম সাউদি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং ডেভন কনওয়ে এবং মিচেল সান্টনার খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button