Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতার, কোভিড কাটলে ব্রিগেডে সেলিব্রেশন

Advertisement
Advertisement

করোনাভাইরাস পরিস্থিতিতে অত্যন্ত তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের কাঠামো সামলাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী বুধবার ৫ তারিখ শপথ গ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভোট গণনার পর জানা যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছেন, কিন্তু পরিষদীয় দলনেত্রী হিসেবে নবনির্বাচিত বিধায়কদের সম্মতিতে তিনি আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বলে খবর।

Advertisement
Advertisement

তৃণমূলের পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায় বললেন, আগামী বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করতে চলেছেন। তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ করাবেন প্রটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা পরবর্তীকালে অধ্যক্ষ হিসেবে চাইছি। পরবর্তীকালে সুব্রত মুখোপাধ্যায় স্পিকারের নাম প্রস্তাব করবেন। আমাদের প্রিয় জননেত্রী কেসর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেত্রী হিসেবে আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচন করেছি।

Advertisement

আমরা অত্যন্ত খুশি এবং তার কাছে আমরা কৃতজ্ঞ। করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত খারাপ তাই তিনি নিজের শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত ছোট করে করবেন। পার্থ জানালেন, “আপাতত শপথ গ্রহণ হবে কিন্তু অনুষ্ঠান হবে না। করোনাভাইরাস পরিস্থিতি কেটে গেলে আমরা সেলিব্রেশন করবো। ব্রিগেড সমাবেশ হবে এবং সেখানে ভারতের সমস্ত নেতাকে ডাকা হবে।” অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায় বললেন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন না জিতে গিয়েছেন সেই ব্যাপারটি বোঝা যাচ্ছে না। কিন্তু যদি তাকে পরাজিত ঘোষণা করা হয় তাহলেও তিনি আগামী ৬ মাসের মধ্যে অন্য কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়ে ফিরবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালেও কিছুটা এভাবেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button