Today Trending Newsনিউজরাজ্য

ঝড়ের গতিতে সংক্রমণ রাজ্যে, আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ : মুখ্যমন্ত্রী

Advertisement
Advertisement

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন। তিনি আবারও বেশ কিছু কথা উল্লেখ করেছেন। সাধারণ মানুষের স্বার্থে করোনা মোকাবিলার জন্য কি কি করণীয় সেগুলি পুনরায় উল্লেখ করেছেন।

Advertisement
Advertisement

তিনি যেগুলি বলেছেন, সেগুলি হল-

Advertisement

১) মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে করোনা আক্রান্ত ৩৭ জন, যাঁর মধ্যে মারা গেছেন ৩ জন। এদের একজনের নিউমোনিয়া ও অন্যজনের কিডনির সমস্যাও ছিল। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ টি পরিবারের থেকে ১৭ জন আক্রান্ত হয়েছেন সেইটাও উল্লেখ করেছেন।করুন রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৩ জন।

Advertisement
Advertisement

২) আগামী ২ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। লকডাউন সফল করার জন্য তিনি সকলের কাছে আবেদন করেছেন।

৩) জনসাধারণকে রাস্তাঘাটে ঘুরতে বারণ করেছেন, বাড়িতে থাকতে বলেছেন। অত্যাবশ্যকীয় জিনিস পাওয়া যাচ্ছে তাই বাজার করতে গেলে দূরত্ব বজায় রাখতে বলেছেন।

৪) নিজামুদ্দিনে যাঁরা গেছিলেন, তাঁরা সরকারকে তথ্য দিন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। যাঁরা  গেছিলেন তাঁদের মধ্যে ৫৪ জন বাংলার এবং ৪০ জন বিদেশি ছিলেন।

৫) এই করোনার লড়াই সবাইকে একসাথে লড়তে হবে বলে তিনি বলেছেন।

৬) করোনাতে স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হলে আর্থিক সাহায্য ঘোষণার কথা তিনি বলেছেন।

৭) সংবাদমাধ্যমকে সঠিক তথ্য প্রচার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের ৩১ মার্চ সংবাদমাধ্যমকে কেন্দ্র করে যে আইন বেরিয়েছে, সেটাকে তিনি স্বাগত জানিয়েছেন।

৮) কাল তিনি প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন বলে জানিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button