নিউজপলিটিক্সরাজ্য

নন্দীগ্রামে সভা শুরুর আগেই দেখা গেল “মমতা ব্যানার্জি গো ব্যাক” পোস্টার, চাঞ্চল্য তেখালিতে

তৃণমূল পক্ষে দাবি যারা "দাদার অনুগামী" পোস্টার লাগাত, তাদেরই এই কাজ

Advertisement
Advertisement

আজ অর্থাৎ ১৮ জানুয়ারি সোমবার নন্দীগ্রামের তেখালিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিছুক্ষণের মধ্যেই জনসভা শুরু করবেন। তিনি আজ জনসভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন একপ্রকার স্পষ্ট। নন্দীগ্রামের (Nandigram) মানুষ যে এখনও শাসকদলের পাশে আছে তা বোঝাতেই এই জনসভা। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গড়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি শুনতে চান। আসলে শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপিতে যাওয়ার পর দাবি করেছে, “নন্দীগ্রামের মানুষ তৃণমূলের পাশে নেই। তারা ছিলো তাদের দাদা অর্থাৎ শুভেন্দু অধিকারীর পাশে।” এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের নন্দীগ্রামের জনসভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাবাহুল্য।

Advertisement
Advertisement

কিন্তু আজকের জনসভা শুরু হওয়ার আগেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় গো-ব্যাক পোস্টার দেখা গেল। আর তাতেই সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠেছে তেখালি। তৃণমূল পক্ষ থেকে দাবি করেছে, আগে যারা দাদার অনুগামী বলে পোস্টার ফেলত এই কাজ তাদের। অবশ্য এর জন্য জনসভায় কোন ক্ষতি হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের দ্বারা উপকৃত হয়। তারা এতদিনে রাজ্য উন্নতি দেখেছে। একটা পোস্টার কিছু করতে পারবে না। আজকে জনসভায় প্রচুর জনসমাগম হবে।

Advertisement

আজ নন্দীগ্রামের আমদাবাদ গ্রামে বেশকিছু বিদ্যুতের খুঁটিতে ওই মমতা বন্দ্যোপাধ্যায় গো ব্যাক পোস্টার দেখা গিয়েছে। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাস্থল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেখানে ব্যাপক মাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পোস্টর কে লাগালো সেই নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। অবশ্য সব পোস্টার খুলে নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button