নিউজপলিটিক্সরাজ্য

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সম্পত্তির হলফনামা পেশ করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন মমতার সম্পত্তির পরিমাণ

খ্যমন্ত্রীর কাছে নেই কোন গাড়ি বা চাষ করার জন্য জমি

Advertisement
Advertisement

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এবারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য গতকাল অর্থাৎ ১০ মার্চ তিনি হলদিয়াতে একুশে বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই মনোনয়নপত্রে মুখ্যমন্ত্রী তার বর্তমানের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছেন। গতকালে মমতার সম্পত্তির হিসাব যেমন বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তেমন রাজনীতি উথালপাতাল হয়েছে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের প্রচার করতে গিয়ে চোট নিয়ে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী গত দুইদিন ধরে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারের কাজে লেগে পরেছেন। তার মধ্যে গতকাল ১০ মার্চ তিনি হলদিয়াতে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রের সাথে তিনি একটি হলফনামা প্রকাশ করেছেন যাতে তার সম্পত্তির হিসেব আছে। হলফনামা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নগদ ৬৯ হাজার ৭৫৫ টাকা আছে। এছাড়া অস্থাবর সম্পত্তি হিসেবে ব্যাংক ও ন্যাশানাল সেভিংস সার্টিফিকেটে ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা আছে। এছাড়া এখন মুখ্যমন্ত্রীর নিজের কোনো গাড়ি নেই। চাষ করার জন্য কোনো জমি নেই। ব্যবসা করার জন্য কোন বাণিজ্যিক সম্পত্তি নেই।

Advertisement

এছাড়াও হলফনামা দিয়ে জানা গেছে, মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে সমস্ত কর দেওয়া হয়ে গেছে। ইনকাম ট্যাক্স ও পুরসভা সংক্রান্ত কর বা জিএসটি সব দেওয়া আছে। মুখ্যমন্ত্রীর কোন পৈত্রিক সম্পত্তি নেই নেই। এছাড়া অলংকার হিসাবে ৯ গ্রাম ৭৫০ মিলি গ্রাম সোনা আছে। আরও জানা গেছে যে ২০১৮-১৯ অর্থবছরের মুখ্যমন্ত্রীর বাৎসরিক আয়ের পরিমাণ ছিল ২০ লাখ ৭১ হাজার ১০ টাকা। তবে আগামী অর্থবর্ষে তা অনেকটাই কমে গেছে। ২০১৯-২০ সালে মুখ্যমন্ত্রীর বাৎসরিক আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button