নিউজরাজ্য

বাংলার গৃহবধূদের জন্য কল্পতরু মমতা, চালু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প

মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এই প্রকল্প চালু করার ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন

Advertisement
Advertisement

রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে সচ্ছল করে তোলার জন্য রাজ্য সরকারের তরফ থেকে লক্ষীর ভান্ডার প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ভিডিও কনফারেন্সে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসকদের লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে অত্যন্ত আশাবাদী। তিনি চাইছেন যেন বাংলার প্রত্যেকটি গৃহবধূ স্বনির্ভর হতে পারে। নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে প্রায় 1 কোটি 69 লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত হতে চলেছেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1000 এবং সাধারন শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা করে মাসোহারা পাবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

Advertisement

এই লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য চলতি আর্থিক বছরে 11 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে উপভোক্তাদের তালিকা হাতে আসা মাত্রই এই প্রকল্প রূপায়নের কাজ শুরু করা হবে।

Advertisement
Advertisement

লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে সকলকে সচেতন করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যারা যারা এই প্রকল্প পেতে পারেন তাদের সকলের নামেই তালিকাভুক্ত করার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়াও প্রচারপত্র তৈরি করে বিলি করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি লোকশিল্পীদের মাধ্যমে পথনাটিকা এবং গান তৈরি করে এই প্রকল্প সম্পর্কে প্রচার চালানোর জন্য জেলা গুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

Advertisement

Related Articles

Back to top button