নিউজপলিটিক্সরাজ্য

শাহের বোলপুর রোড শোয়ের পাল্টা মমতার বোলপুরে মেগা রোড শো, জনপ্লাবনে পদযাত্রা হবে ২৯ ডিসেম্বর

Advertisement
Advertisement

একুশে নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিকে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব নিয়ে টান টান উত্তেজনা চলছে। এরইমধ্যে বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ এসে গত শনিবার মেদিনীপুরে এবং রবিবার দুপুরে বোলপুরে জনসভা করেন। তিনি বোলপুরে একটি রোড শো তেও উপস্থিত ছিলেন। এবার পাল্টা শাসকদল ইঞ্চি ইঞ্চি মেপে নিচ্ছে বিজেপির রাজনৈতিক দৌড়। এরপর ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর তাদের আশা সেদিন রোড শোতে জনতার প্লাবন ঘটবে বোলপুরে।

Advertisement
Advertisement

অমিত শাহের পাল্টা রোড শো করতে এবার মাঠে নামছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী ২৯ ডিসেম্বর বীরভূমে বঙ্গধনি যাত্রা করবেন। পদযাত্রায় আনুমানিক দু লক্ষ মানুষ রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটবেন। এমনটাই দাবি করেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও তিনি এদিন বলেছেন অন্য জেলা ও রাজ্য থেকে লোক নিয়েছে রোড শোতে ভিড় বাড়ালেই সবকিছু হয়ে যায় না। অমিত শাহ রোড শোতে গাড়ির উপর দাঁড়িয়ে বলেছিলেন, “বিজেপিকে একটিবার সুযোগ দিন বিজেপি সোনার বাংলা গড়বে। এছাড়াও তিনি ২০০ র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসার কথা ঘোষণা করেছিলেন।” অমিত শাহের কথার পাল্টা জবাব দিতে ভোলেনি শাসকদল ও।

Advertisement

গত রবিবার বোলপুরে অমিতের রোড শো হয়েছিল। মাত্র এক কিলোমিটার দীর্ঘ ছিল রোড শো। অবশ্য কর্মী-সমর্থকদের ঢলে পড়ে রাস্তায় পার হতে লেগেছিল কয়েক ঘণ্টা। কিন্তু এবার তৃণমূল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো ধামাকাদার রোড শো করার প্রস্তুতি নিতে শুরু করেছে। এমনিতেই বীরভূমের বেশিরভাগ অংশ পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ ইত্যাদি সবই তৃণমূলের দখলে। জেলার সভাপতি দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ওই অঞ্চলে বিজেপির রমরমা বা সাংগঠনিক শক্তি তৃণমূলের চেয়ে অনেকটাই কম। সুতরাং এটা আশা করে নেওয়া যায় বিজেপির তুলনায় অনেক বেশি প্রভাবশালী হবে মমতার রোড শো। অবশ্য মমতার রোড শো শুধুমাত্র রোড শো হবে না হবে একটি জনপ্লাবনে প্লাবিত মেগা শো।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button