হায়দ্রাবাদ ঘটনার ছায়া মালদহে, পুনরায় আবারও গণধর্ষণের পরে পুড়িয়ে মারা হল তরুণীকে

Advertisement

Advertisement

মালদা : হায়দ্রাবাদের ঘটনার ছায়া আবারো দেখা গেল মালদহে। গণধর্ষণের পরে পুড়িয়ে মারা হলো তরুণীকে। কোতোয়ালি থানা ধানতলা গ্রাম থেকে উদ্ধার করা হয় তরুনীর নগ্ন পোড়া দেহ। অভিযুক্তদের এখনো খুঁজে পাওয়া যায়নি তাদের খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

বৃহস্পতিবার সকালে মালদহ কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা এক ফাঁকা মাঠে এক তরুণীর পোড়া দেহ পড়ে থাকতে দেখেন এবং তারপরই তিনি খবর দেন পুলিশে। এখানে উপস্থিত হন ডিএসপি প্রশান্ত দেবনাথ, তাছাড়াও ঘটনাস্থলে উপস্থিত থাকেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। অলোক রাজুরিয়া জানান একটি তরুণী পোড়া দেহ পাওয়া গেছে, তবে দেহটি ধর্ষণের পরে তাকে পুড়িয়ে খুন করা হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ। হায়দ্রাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই দেখা গেল এমনই নাটকীয় আরেকটি ঘটনা মালদহে।

Advertisement