নিউজরাজ্য

লকডাউনে ত্রাতা, ভবঘুরে মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছেন মালদা পুলিশ

Advertisement
Advertisement

নিজস্ব প্রতিনিধি, মালদা: সারা দেশের লকডাউন পরিস্থিতিতে মালদা জেলার চাঁচল থানার পুলিশের মানবিক রূপ প্রায়শই দেখা যাচ্ছে। এবার রাতের আধাঁরেও চাঁচল পুলিশের মানবিক রুপ ধরা পড়ল আমাদের ক‍্যামেরায়। শনিবার গভীর রাতে শহরের নেতাজি মোড়ে ঘুরতে থাকা এক ভবঘুরেকে ডেকে এনে তাকে স‍্যানিটাইজ করল পুলিশ কর্মীরা, এবং তাকে খাবার দিয়ে রাতের ক্ষুধা টুকু মিটিয়েছে চাঁচল থানায় কর্তব‍্যরত এএসআই কার্তিক চন্দ্রপাল সহ সিভিকরা।

Advertisement
Advertisement

লকডাউন পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশের অধিকাংশ পরিবারই খাবার মজুত করে রেখেছে। কিন্তু যাদের কোনও বাড়িই নেই, রাস্তাই যাদের কাছে ঘর, তাদের কথা আমরা কজন ভেবেছি? তবে প্রতিনিয়ত পথে ঘুরতে থাকা ভবঘুরে দেখলেই চাঁচল থানার পুলিশের উদ্যোগে এই সমস্ত গৃহহীন মানুষের জন্য হোটেল থেকে আনানো খাবার তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে।

Advertisement

শুধু তাই নয় স্বাস্থ্যবিধি মেনে রীতিমতো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তাদের খাওয়ানোর ব্যবস্থা করাচ্ছেন চাঁচল থানার পুলিশ। নেতাজি মোড় সীমান্ত এলাকার নাকা সহ আরও বেশ কয়েকটি জায়গায় আজ এই মানবিক কর্মকাণ্ড চলেছেই। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছে, যতদিন এই লকডাউন পরিস্থিতি চলবে তারা এই ভবঘুরেদের পথে দেখলেই খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। পুলিশের এই মানবিক দিকটি দেখে ভীষন খুশি চাঁচল এলাকার বাসিন্দারা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button