বলিউডবিনোদন

Malaika Arora: শার্টের বোতাম খুলে ক্যামেরার সামনে পোজ দিলেন মালাইকা অরোরা, ‘আকেলা হু ঘর মে‘ – বললেন এক ভক্ত

ভিডিওতে আবেদনময়ী কায়দায় ক্যামেরার সামনে পোজ দিয়ে নিজের গাড়িতে উঠে গেছেন মালাইকা

Advertisement
Advertisement

বলি টাউনে একাধিক অভিনেত্রীর লাস্যময়ী রূপের খোঁচাতে ক্লিন বোল্ড হয়ে যান লাখ লাখ নেটিজেন। তবে হটনেস দিয়ে ভক্তদের পাগল করে দেওয়ার ক্ষমতা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও তাঁর শরীর ও মন যেন ২০ বছরের এক যুবতীর। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর শরীরী ভাঁজের ফাঁদে মন হারিয়েছেন লাখ লাখ পুরুষ। এছাড়াও নিজের থেকে ১০ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে মাখোমাখো সম্পর্ক রেখে সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে ছিলেন তিনি। অবশ্য বর্তমানে এই সম্পর্ক শেষ করেছেন তাঁরা। তবে নতুন করে একটি ভাইরাল ভিডিওর জন্য মালাইকা ফের ইন্টারনেট দুনিয়ার চর্চায় এসেছেন।

Advertisement
Advertisement

এই তারকার জনপ্রিয়তা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও রয়েছে। আর দেশের স্বপ্ননগরী মুম্বাইয়ের রাস্তাতে অভিনেত্রীকে সকলে ঝেঁকে ধরেন ছবি তোলার জন্য। তিনি সাতসকালে জিমে যান, কি কোনদিন কোথাও শুটিংয়ের কাজে যান না কেন, তাঁর ছবি ও ভিডিও তোলার জন্য উপস্থিত থাকেন পাপ্পারাজিরা। আর সোশ্যাল মিডিয়াতে তাঁর এইসমস্ত ছবি বা ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি এমনই একটি ভিডিও নিয়ে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক হইচই পড়ে গেছে। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

এবারের ভাইরাল ভিডিওতে দেখে গেছে জিম সেরে বাড়ি ফিরছেন মালাইকা অরোরা। আর তাঁকে জিমের টাইট পোশাকে যে অপরূপা লাগছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পরনে রয়েছে জিজাইনার শর্টস ও শার্ট। কিন্তু সে শার্টের সব বোতাম খুলে রেখেছেন। তাঁর পরনের ব্রায়ের ফাঁকে দেখা গেছে ক্লিভেজ। সে আবেদনময়ী কায়দায় ক্যামেরার সামনে পোজ দিয়ে নিজের গাড়িতে উঠে গেছেন। তাঁর এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেট দুনিয়াতে। অনেকেই তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার অনেকেই তির্যক মন্তব্য করতে ছাড়েনি। একজন তো লিখেছেন, ‘আজ আকেলা হু ঘর মে‘। তবে সবমিলিয়ে ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button