বলিউডবিনোদন

হট অবতারে ছবি প্রকাশিত হতেই মালাইকা হলেন ট্রোলড, ভাইরাল সেই ছবি

Advertisement
Advertisement

সম্প্রতি জুম টিভির ইন্সটাগ্রাম প্রোফাইলে বলিউড অভিনেত্রী ও দিভা মালাইকা অরোরার একটি ছবি প্রকাশ করা হয়েছে। মালাইকার এই ছবিটি প্রকাশ করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিতে মালাইকার পরনে রয়েছে সাদা লো কাট গাউন। তাঁর ঠোঁট রাঙানো ওয়াইন রেড রং-এর লিপস্টিকে। মালাইকা অরোরার এই ছবিটি পোস্ট হতেই প্রশংসার থেকেও বেশি উঠতে থাকে ট্রোলিং-এর ঝড়। মালাইকাকে নেটিজেনদের একাংশ ‘খারাপ মহিলা’ বলে কটূক্তি করেন। অনেকে তাঁকে ‘ডাইনি’ বলেন। এছাড়া মালাইকার বয়স নিয়েও তাঁকে কটূক্তি করা হয়।

Advertisement
Advertisement

ভারতবর্ষ বরাবর একটি প্রবাদ প্রচলিত রয়েছে, তা হলো ‘মেয়েরা কুড়িতে বুড়ি’। এই প্রবাদকে অন্ধভাবে অনুসরণ করে মেয়েদের ত্রিশ বছর বয়স হতেই সমাজ মেয়েদের অযথা ‘বুড়ি’র তকমা লাগিয়ে দেয়। এই কারণেই একবিংশ শতাব্দীর আধুনিক পৃথিবীতে মালাইকার সাতচল্লিশ বছর বয়স সকলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কিন্তু ‘মেয়েরা কুড়িতে বুড়ি’ এই প্রবাদটির অন্তর্নিহিত অর্থ হলো মেয়েরা খুব তাড়াতাড়ি সামাজিক প্রভাবে ও বৈজ্ঞানিক কারণে ছেলেদের তুলনায় বেশী ‘ম্যাচিওর’ হয়ে যান। কিন্তু পুরুষতান্ত্রিকতার কারণে এই প্রবাদটির ভুল ব্যাখ্যা করা হয়েছে। মালাইকা অরোরা সাতচল্লিশ বছর বয়সী মহিলা হয়ে তাঁর থেকে বয়সে ছোট অর্জুন কাপুরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেটিজেনদের চক্ষুশূল হয়ে গেছেন। অথচ সমাজে আজও মেয়েদের জন্য বয়সে বড় পাত্রের খোঁজ করা হয়। কিন্তু সমাজ অবলীলায় তা মেনে নেয়। অথচ এই সমাজে হলিউড অভিনেত্রী লিজ টেলরের প্রচুর ভক্ত রয়েছে।

Advertisement

মালাইকা অরোরা মানেই ‘ছইয়াঁ ছইয়াঁ’ র নস্টালজিয়া। মালাইকার কেরিয়ারের শুরু থেকেই পর্দায় ‘মালাইকা-ম্যাজিক’ চলেছে। মালাইকা বিয়ে করেছিলেন আরবাজ খানকে। আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং চিড় ধরিয়ে দেয় আরবাজ-মালাইকার দাম্পত্যে। একসময় আরবাজ-মালাইকার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর আরবাজ সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁর স্বর্ণকেশী প্রেমিকার সঙ্গে। কিন্তু মালাইকা অনেকদিন সিঙ্গল ছিলেন। একসময় মালাইকা ও অর্জুনের সম্পর্ক তৈরী হয়। চলতি বছরে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে তা পিছিয়ে যায়।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button