বিনোদনবলিউডভাইরাল & ভিডিও

Malaika Arora: মালাইকা আরোরার এই লুক বেশ পছন্দ করেছেন নেটিজেনরা, সবাই বলছেন-“পঞ্চাশেও বোম”

ব্যক্তিগত জীবনের পাশাপাশি নিজের সেক্সি লুকের কারনেও বারবার সোশ্যাল মিডিয়ার শিরোনামে জায়গা পেয়েছেন মালাইকা আরোরা।

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ার অন্যতম সমালোচিত অভিনেত্রী তথা মালাইকা অরোরার নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেটি দেখার পর দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন বিনোদনপ্রেমীরা। তবে ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওটি প্রসঙ্গে বলার পূর্বে আমরা আপনাদের বলি, বলিউডে মালাইকা আরোরা এমন একজন সমালোচিত অভিনেত্রী, যিনি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য বারবার আলোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বৈবাহিক জীবনের কারণেও একাধিকবার বাক-বিতণ্ডায় জড়াতে দেখা গেছে এই সেক্সি অভিনেত্রীকে।

Advertisement
Advertisement

মালাইকা আরোরা সেক্সি লুক

তবে ব্যক্তিগত জীবনের পাশাপাশি নিজের সেক্সি লুকের কারনেও বারবার সোশ্যাল মিডিয়ার শিরোনামে জায়গা পেয়েছেন মালাইকা আরোরা। কিছুদিন আগে পঞ্চাশ বছর উত্তীর্ণ হলেও নিজের হট ফিগার দেখিয়ে ২৫ উর্ধ্ব যুবকদেরও ঘাম ঝরিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। বলিউডের বিউটি কুইন মালাইকা আরোরা নিজের হটনেস দেখিয়ে মুগ্ধ করেছেন কোটি কোটি সোশ্যাল মিডিয়া প্রেমীদের। ফলে তার নতুন কোন ভিডিও কিংবা ছবি সোশ্যাল মিডিয়ার নজরে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়ে চোখের পলকে।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি মালাইকা অরোরার নতুন একটি ভিডিও ইনস্টাগ্রামের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে। @filmygyan অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কয়েক সেকেন্ডের ভিডিওতে মালাইকা আরোরাকে অত্যন্ত সেক্সি লুকে দেখা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিকিনির সাথে কচি কলাপাতা রংয়ের ওভারকোট পরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন সেক্সি অভিনেত্রী। ইন্টারনেটে ভাইরাল হওয়া মালাইকা আরোরার এই ভিডিওটি দেখার পর প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন বিনোদন প্রেমীরা। একজন লিখেছেন,”দেখে মনেই হচ্ছে না তার বয়স ৫০”। অন্য একজন লিখেছেন,”৫০ বছরেও চরম সেক্সি”।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button