বলিউডবিনোদন

Web Series: শারীরিক চাহিদা পূরণের জন্য দেওরের সঙ্গে সম্পর্ক, লুটেপুটে দেখছে মানুষ

এই নতুন ওয়েব সিরিজ লঞ্চ হয়েছে উল্লু প্ল্যাটফর্মে

Advertisement
Advertisement

বেশ কয়েকদিন হল ভারতে বেশ ভালো জনপ্রিয়তা তৈরি করে ফেলেছে উল্লু অ্যাপ্লিকেশনটি। নানা ধরনের এডাল্ট ওয়েব সিরিজ থেকে শুরু করে মজাদার বিভিন্ন সিরিজ সবকিছুই রয়েছে এই অ্যাপ্লিকেশনে। তবে মূলত এডাল্ট ওয়েব সিরিজের জন্যই উল্লুর এত জনপ্রিয়তা। ভালো ভালো প্ল্যাটফর্মের বড় বাজেটের কিছু ওয়েব সিরিজের থেকেও বেশি ব্যবসা করে উল্লু ওয়েব সিরিজগুলি। টাইম পাস করার জন্য এই ধরনের ওয়েব সিরিজ সবথেকে ভালো। এই ওয়েব সিরিজে যেমন থাকে ক্রাইমের ছোঁয়া, তেমনি থাকে মানুষের লালসার আসল চিত্র। সব মিলিয়ে উইকেন্ডে সবার জন্যই একটা দারুন ট্রিট হয়ে ওঠে উল্লুর এই সমস্ত ওয়েব সিরিজ।

Advertisement
Advertisement

এর মধ্যেই আরো একটি ওয়েব সিরিজ উল্লু প্লাটফর্মে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই ওয়েব সিরিজের নাম মালাই। সম্প্রতি এই ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ রিলিজ হয়েছে উল্লু অ্যাপে। এই ওয়েব সিরিজের কাহিনী একেবারেই অন্যরকম। এই ওয়েব সিরিজে আপনি বাঁধভাঙা ভালোবাসার গল্প দেখতে পাবেন। আধুনিক জীবনের ভালোবাসার একটা অদ্ভুত কাহিনী এই মালাই ২ ওয়েব সিরিজে রয়েছে, যা দেখে আপনিও নিজেকে সামলাতে পারবেন না। এই ওয়েব সিরিজে এমন কিছু সম্পর্কও নিয়ে আলোচনা রয়েছে, যা হয়ত স্বাভাবিক মানুষের চোখে একেবারেই শোভন নয়। বলতে গেলে এই ওয়েব সিরিজ আদতে ওয়েব সিরিজ কম, বরং কামসূত্র বেশি মনে হয়।

Advertisement

এই ওয়েব সিরিজটি আবর্তিত হয়েছে একজন মহিলাকে ঘিরে। গল্পটি শুরু হয় একটি গ্রামে বসবাসকারী এক দম্পতিকে দিয়ে এবং পরবর্তীতে সিরিজে স্বামী শহরের বাইরে কিছু কাজে যায় এবং তার ভাইকে তার বৌদির যত্ন নিতে বলে। এই ঘটনার কিছুদিন পরে তার মামা বাড়িতে প্রবেশ করেন এবং তিনিও ওই ভদ্রমহিলার প্রেমেই পড়ে যান কারণ তার মধ্যে একটা আকর্ষণ রয়েছে। ওই মহিলার শারীরিক চাহিদা যেন বাঁধ মানতে চায় না। বলতে গেলে, তিনি আদতে স্বামী পরিত্যক্তা। তাই তার এই শারীরিক চাহিদা পূরণের জন্য তিনি দেওরের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন। এছাড়াও, তার সাথে তার শ্বশুরের সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ। মামার সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। প্রথমে কিছুটা লজ্জিত হলেও, পরে নিজের কাজের জন্য একেবারেই লজ্জিত দেখা যায়নি ওই স্ত্রীকে। তবে, তার স্বামী কি এইসব দেখে নিজেকে ঠিক রাখতে পারবেন? এই প্রশ্নের উত্তর আপনি এই সিরিজেই পাবেন। এই ওয়েব সিরিজে প্রধান ভূমিকায় রয়েছেন অঙ্কিতা সিং। তিনি এই আরব সিরিজ ছাড়াও, ভোগানিয়া, ও ভাভি ১২৩ ওয়েব সিরিজেও প্রধান ভূমিকায় কাজ করেছেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button