ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Youtube-এ শর্টস ভিডিও বানান আর ঘরে বসে লাখ টাকা ইনকাম করুন, আপনাকে শুধু এই কাজটি করতে হবে

Advertisement
Advertisement

এখন ইউটিউব থেকে টাকা আয় করা আরও সহজ। এখন ইউটিউব থেকে আয় করার জন্য সাবস্ক্রাইবার বৃদ্ধি এবং ভিডিও দেখার সময় বাড়ানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনার চ্যানেল পরিচালনা করার জন্য আর বেশি ঝক্কি পোহাতে হবে না। চ্যানেল মনিটাইজেশন মানে আপনার ভিডিওতে আসা বিজ্ঞাপন থেকে আয়। কিন্তু এখন তার প্রয়োজন নেই। কারণ ইউটিউব মনিটাইজেশন এখন শর্টসের জন্যও এসেছে। এখন আপনাকে যা করতে হবে তা হল আপনি যে ফিল্ডেই স্পেশালাইজ করুন না কেন, যে সাবজেক্টেই আপনার ভালো জ্ঞান আছে সেই বিষয়ে শর্টস তৈরি করুন। শর্টস মানে ১ মিনিটের ভিডিও। কম কথায় মানে বেশি।

Advertisement
Advertisement

আর সোজা কথায় বলতে গেলে, কম সময়ে বেশি তথ্য। যে কোনো বিষয়ের উপর শর্টস বানাতে পারেন, শুধু ভিউ আসা উচিত। শর্টসগুলি তথ্যবহুল বা বিনোদনমূলক হোক না কেন, আপনি এটিকে নিজের মতো করে তৈরি করতে চান। মাত্র এক মিনিটে আপনার সৃজনশীলতা দেখাতে হবে। সময় বদলেছে এবং গুগলও তার নীতি পরিবর্তন করেছে। এখন কাজের পালা। গুগলের নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ৯০ দিনের মধ্যে আপনার সব ভিডিও শর্টস থেকে এক কোটি ভিউ সম্পন্ন করতে হবে।

Advertisement

Advertisement
Advertisement

যদি ভিউ আসে তাহলে বুঝবেন আপনি বড়লোক হয়ে গেছেন। একটা ভিডিও বানাতে অনেক ঝামেলা লাগে। দামি ক্যামেরা, গিম্বল, লাইটিং আর কী না। এর পরেও ভালো এডিটিং করতে হবে কারন ভিডিও ভালো না হলে সবই বৃথা। ভিডিও শর্টস বানাতে এ সব লাগবে না।

শুধু দরকার একটি ভালো স্মার্টফোন। আপনার মোবাইল ফোনটিও কাজ করবে। শুধু মনে রাখবেন শর্টসগুলোর ভিডিও ও অডিও কোয়ালিটি যেন ভালো হয়। টিকটকা ও ইনস্টাগ্রামের খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ। ১ মিনিটের একটি ছোট ভিডিও তৈরি করুন, মানুষ আপনার ভিডিও পছন্দ করলে ইউটিউবে আপলোড করুন। আর আপনি যদি ভিউ আনয়নে সফল হন তাহলে কম বিনিয়োগে বেশি টাকা ইনকাম করতে পারবেন। এখন আর অপেক্ষা কিসের, ফোন তুলে শর্টস বানিয়ে নিন

Advertisement

Related Articles

Back to top button