১৮ বছর না হলে ভুলেও এই ওয়েব সিরিজ দেখবেন না, বড়দের ঘুম চটকে যেতে পারে

আজকালকার দিনে ভারতে ওয়েব সিরিজের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি হয়েছে। এই সমস্ত ওয়েব সিরিজে এমন কিছু দৃশ্য দেখানো হয় যা অন্যান্য সিনেমায় খুব একটা সচরাচর দেখা যায় না। সেই কারণেই ভারতে এই ধরনের ওয়েব সিরিজের জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করেছে। ওয়েব সিরিজ মানেই হলো কিছু বোল্ড দৃশ্য এবং কিছু এমন সংলাপ বা কাহিনী যা সচরাচর সিনেমায় দেখা যায় না। সেরকমই একটি নতুন ওয়েব সিরিজ সম্প্রতি লঞ্চ হয়ে গিয়েছে উল্লু প্লাটফর্মে।।৩০ শে ডিসেম্বর উল্লু সম্প্রতি নিজেদের প্ল্যাটফর্মে লঞ্চ করেছে একটি নতুন ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের নাম দেওয়া হয়েছে মে ইয়াহা তু ওয়াহা। এই ওয়েব সিরিজে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ভারতী ঝা। এছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানবি চুঘ ও ঋতু রায়।

২০২৩ সালের সব থেকে রোমান্টিক ওয়েব সিরিজ এর মধ্যে একটি হলো এটি। সম্প্রতি এই প্লাটফর্মের ইউটিউব চ্যানেলে এই ওয়েব সিরিজের একটি ট্রেলার লঞ্চ হয়েছে। যদি আপনি উল্লু অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনি এখন এই প্লাটফর্মে এই ওয়েব সিরিজ দেখতে পাবেন খুব সহজে। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের চারটি এপিসোড রিলিজ হয়ে গিয়েছে উল্লু প্লাটফর্মে। এই পর্ব গুলি আপনি হিন্দি ভাষায় দেখতে পাবেন। এছাড়াও কয়েকটি নির্দিষ্ট ভাষায় এই ওয়েব সিরিজ ডাবিং করা হয়েছে। তামিল তেলেগু মালায়ালাম এবং অন্যান্য ভাষায় এই ওয়েব সিরিজ দেখা যাবে।

তবে এই ওয়েব সিরিজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো এর গল্পটি। আপনাদের জানিয়ে রাখি, এই ওয়েব সিরিজের গল্প একজন মহিলাকে ঘিরে আবর্তিত হয় যিনি বিয়ের নামে প্রতারণার শিকার হয়েছেন। বিয়ের অজুহাতে ওই মহিলাকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে দেখানো হয়েছে এই গল্পে। ওই মহিলা এখানে একটি বাড়ির কাজের মহিলা হিসেবে কাজ করছেন। কিন্তু সেখানেই এক ভদ্রলোকের সঙ্গে একটা সম্পর্ক হয় ওই মহিলার। পরবর্তীতে, তাকে দেখেই হঠাৎ করে ভয় পেয়ে যান ওই যুবতী। কিন্তু কেন তিনি এই ভয় পেয়েছিলেন, সেটা জানতে হলে আপনাকে পুরো ওয়েব সিরিজটা দেখতে হবে। এই কাজের মহিলার চরিত্রটিতে দারুন অভিনয় করে সকলের মন জয় করেছেন ভারতী ঝা। চলুন দেখে নেওয়া যাক এই ওয়েব সিরিজের ট্রেলার।