টেক বার্তা

নতুন অবতারে আসছে Mahindra Scorpio Classic, কি কি থাকবে ফিচার?

আগামী বছরের মধ্যেই Mahindra Scorpio Classic এর নতুন ২০২৩ মডেল লঞ্চ করবে

Advertisement
Advertisement

ভারতীয় মার্কেটে এখন গ্রাহকদের সবচেয়ে বেশি চাহিদা SUV গাড়ির। তাই একাধিক কোম্পানি ফুল সাইজ SUV ও সাব কমপ্যাক্ট SUV তৈরির দিকে মন দিয়েছে। অনেক বিদেশী কোম্পানি অত্যাধুনিক ফিচারে ঠাসা SUV মার্কেটে লঞ্চ করছে। তবে পাশাপাশি পিছিয়ে নেই দেশীয় কোম্পানি Tata বা Mahindra। বিশেষ করে একের পর এক SUV লঞ্চ করে ভারতীয় গ্রাহকদের পছন্দের ব্র্যান্ড হয়ে উঠেছে মাহিন্দ্রা। মাহিন্দ্রার স্করপিও এর জনপ্রিয়তা আলাদাভাবে বলার কিছু নেই। আট থেকে আশি সকলেই এই গাড়ির দিওয়ানা। আবার এই Mahindra Scorpio Classic এর নতুন ২০২৩ মডেল লঞ্চ হচ্ছে শীঘ্রই। কি কি নতুন আসছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

Mahindra Scorpio Classic এর নতুন ২০২৩ মডেলে আগের মতই ইঞ্জিন পাবেন আপনি। এই গাড়িতে ২১৪৮ সিসির একটি ইঞ্জিন পাবেন ১৩০ bhp পাওয়ার ও ৩০০ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এতে বড় সাইজের টাচ স্ক্রিন ইনফোটেন্টমেন্ট সেন্টার, সানরুফ, ভেন্টিলেটেড সিট, ABS, EBD এবং অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে পাওয়া যাবে। এই গাড়ি লঞ্চ হলে সরাসরি টক্কর দেবে টয়োটা ইনোভা, টাটা সাফারি, ফোর্স গুরখা ইত্যাদি SUV কে।

Advertisement

এই গাড়ি লঞ্চ প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে এই গাড়ি ২০২৪ সালে লঞ্চ করবে মাহিন্দ্রা। এছাড়া এই গাড়ির দাম নিয়েও মুখ খোলেনি কোম্পানি। তবে মনে করা হচ্ছে যে এই Mahindra Scorpio Classic এর নতুন ২০২৩ মডেল ১৫-২০ লাখ টাকার দামে লঞ্চ করবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button