Bhojpuri: মাহি শ্রীবাস্তব ও শিল্পী রাজের নতুন গান আপনাকে চমকে দেবে, এমন সিন রয়েছে, একা দেখুন

ভোজপুরি জগতে জনপ্রিয় অভিনেত্রী মাহি শ্রীবাস্তব এবং বিখ্যাত গায়িকা শিল্পী রাজ এখন সকলের কাছেই একটা চর্চার বিষয় হয়ে উঠেছেন। যখনই তাদের দর্শক একসঙ্গে দেখেন তখনই তাদের মধ্যে একটা সীমাহীন আনন্দ কাজ করে এবং তারা উল্লাস করেন। গায়ক বালবির সিং এখন নতুন অ্যালবামে নিজের অবদান রাখতে শুরু করেছেন। সম্প্রতি শিল্পীরাজ এবং মাহেশ শ্রীবাস্তবের যুগলবন্দী সকলের বেশ পছন্দ হয়েছে। বরাবরই তাদের গান মানুষের বেশ পছন্দ। তবে এবারে তাদের সঙ্গে যোগ দিলেন বালবির সিং। তাদের নতুন গান ভেপর বড় জানি হেপার সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাহি শ্রীবাস্তব তার সহ-অভিনেতা গোল্ডি জয়সোয়ালের সাথে দারুন রোমান্স করেছেন এই গানের ভিডিওতে। এই ভিডিওটি শিল্পীরা এবং বলবির সিং এর গানের উপর তৈরি হয়েছে। তাদের দুরন্ত গান এবং অ্যাকশনের জাদুতে সকলেই রীতিমত মোহিত।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলতে শুরু করেছে এই গানটি। এই গানের ভিডিওতে শিল্পী রাজ এবং বলবীর সিংকে দেখা যাচ্ছে। বিদেশের মাটিতে ভোজপুরি টেম্পারিং দেখে ভক্তরা বেশ আশ্বস্ত। এই গানের ভিডিওটি ওয়ার্ল্ড রেকর্ড ভোজপুরীতে আপনারা দেখতে পাবেন। এই গানের ভিডিওটি শুট করা হয়েছে দুবাইতে। দুবাইয়ে গিয়ে এই গানের শুটিং করার জন্য প্রচুর টাকা খরচ করা হয়েছে। মাহি শ্রীবাস্তবের এই দেশি স্টাইল সবাই বেশ পছন্দ করেছেন। কালো গাউন পড়ে এই গানের ভিডিওতে দুরন্ত নাচ করেছেন তিনি।

শিল্পী রাজের গান এর আগেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তাই এটা নতুন কোনো ঘটনা নয়। শিল্পী রাজের অন্য গানগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভালোবাসা পেয়েছে মানুষের কাছ থেকে। মাহি শ্রীবাস্তবের তড়কা এই গানটিকে আরও জনপ্রিয় করেছে। রত্নাকর গানটি প্রযোজনা করেছিলেন, মুন্না মাতালি গান লিখেছেন। একইসঙ্গে এই গানটির সংগীতায়োজন করেছেন আর্য শর্মা। ভোজপুরি, চলচ্চিত্র নির্মাতারা, দুর্দান্তভাবে গানটির শুটিং করেছেন। কোরিওগ্রাফির দায়িত্বে আছেন গোল্ডি ও ববি।