দেশ

ট্রেনের মধ্যে মহাদেবের মিনি মন্দির, হুইসেলে বেজে উঠবে ভোলানাথের নাম

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জী : ট্রেন চলবে বারানসি ইন্দোর এই রাস্তাতে। ট্রেনটির নাম কাশি মহাকাল এক্সপ্রেস। আর পাঁচটা ট্রেনে থেকে ট্রেনটি একটু অন্যরকম। শুধু অন্যরকম বললে ভুল হয় একটু অদ্ভুত প্রকৃতির। যারা শিবের ভক্ত তারা এই ট্রেনটি চড়তে বেশ পছন্দ করবেন। ১৬ ই ফেব্রুয়ারি ট্রেন প্রথম যাত্রা শুরু করেছে।

Advertisement
Advertisement

এই মহাকাল এক্সপ্রেসের ৬৪ নম্বর কোচ টির বি ফাইভ বার্থটি বুক করা হয়েছে মহাদেবের ছোট্ট মন্দির তৈরি করার জন্য। এই ট্রেনটি ৩ জ্যোতির্লিঙ্গ দর্শন এর জন্যই চালু করা হয়েছে। ট্রেন ছাড়ার সময় হুইসেলের আওয়াজে ও বেজে উঠবে ভোলানাথের নাম। শুধু তাই নয়, যাত্রীদের সুবিধার্থে ট্রেনের মধ্যে প্রতি কেবিনে ছটি করে চার্জিং পয়েন্ট থাকবে। পতাকা উড়িয়ে ট্রেন টির শুভযাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

এমন সুন্দর ট্রেনে কেনা উঠতে চাইবে। আপনি যদি শিব ভক্ত হন কিংবা যদি একটু রহস্য ভালোবাসেন তাহলে কিন্তু ট্রেন টাতে আপনি উঠতেই পারেন। ট্রেনের মধ্যে এরকম ভগবানের মন্দির সচরাচর কোন ট্রেনে দেখা যায় না। তাই ভোলানাথের দর্শনও পাবেন, আর এমন একটি অদ্ভুত ট্রেনে ওঠার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button