কলকাতানিউজরাজ্য

একনজরে দেখে নিন এবছরের মাধ্যমিকের মেধা তালিকা

পূর্ব বর্ধমান থেকে প্রথম অরিত্র পাল, প্রাপ্ত নম্বর ৬৯৪ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল। 

Advertisement
Advertisement

আজ প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিকের ফল। প্রথম ১০ জনের মধ্যে নেই কলকাতার কোনও স্কুলের পরীক্ষার্থী। প্রথম দশ জনের মধ্যে রয়েছেন ৮৪ জন পরীক্ষার্থী।

Advertisement
Advertisement

এবার দেখে নেওয়া যাক, প্রথম ১০ জনের মধ্যে কোন কোন জেলাতে কারা রয়েছেন?

Advertisement

পূর্ব বর্ধমান থেকে প্রথম অরিত্র পাল, প্রাপ্ত নম্বর ৬৯৪ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল। 

Advertisement
Advertisement

বাঁকুড়া থেকে দ্বিতীয় সায়ন্তন গড়াই, প্রাপ্ত নম্বর ৬৯৩ বাঁকুড়া ওন্দা হাইস্কুল। 

কাটোয়া থেকে যুগ্ম দ্বিতীয় অভীক দাস কাটোয়া কাশিরাম দাস হাইস্কুল। 

তৃতীয় পূর্ব মেদিনীপুর ভবানীচক হাই স্কুলের দেবস্মিতা মহাপাত্র। 

তৃতীয় রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র মাইতি। 

তৃতীয় সৌম্য পাঠক  প্রাপ্ত নম্বর ৬৯০। 

চতুর্থ  অগ্নিভ সাহা।  প্রাপ্ত নম্বর  ৬৮৯ । 

পঞ্চম হয়েছে চারজন। দক্ষিণ দিনাজপুরের অঙ্কিত সরকার, বর্ধমানের স্বস্তি সরকার, বাঁকুড়ার রশ্মিতা মহাপাত্র, মুর্শিদাবাদের বিভাস মণ্ডল।

কলকাতায় পাসের হার ৯১.০৭ শতাংশ। মোট পরীক্ষার্থী ১০ লক্ষ  ৩ হাজার ৬৬৬ জন। ২২ জুলাই মার্কশিট মিলবে

Advertisement

Related Articles

Back to top button