Today Trending Newsদেশনিউজ

মধ্যপ্রদেশ সরকার ফেলার জন্য কংগ্রেসের ৮ জন বিধায়ককে আটক করলো বিজেপি

Advertisement
Advertisement

বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ আনল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। কংগ্রেসের অভিযোগ যে বিজেপির দল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ফেলার জন্য কংগ্রেস, আপ , বিএসপি, নির্দল মিলিয়ে মোট ৮ জন বিধায়ককে গুরগাঁওের একটি হোটেলে আটকে রেখেছিল। পরে এদের মধ্যে থেকে ৬ জন বিধায়ককে রাতের মধ্যে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
Advertisement

এর আগে ও বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছিল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেছিলেন যে মধ্যপ্রদেশ সরকার ফেলার জন্য বিধায়কদের ২০-২৫ কোটি টাকা অফার দিচ্ছে বিজেপি দল। এই অভিযোগের সাথে সঙ্গতি রেখেছেন মুখ্যমন্ত্রী কমল নাথ ও।
আটক বিধায়কদের মধ্যে কংগ্রেসের ৪ জন, বহুজন সমাজ পার্টির ২ জন , নির্দলের ১ জন এবং সমাজপার্টির ১জন বিধায়ক। এই আটজনকে তাদের অনিচ্ছা সত্ত্বেও উড়িয়ে নিয়ে গিয়ে হোটেলে আটক করে রাখা হয় বলে কংগ্রেস অভিযোগ করেছে।

Advertisement

মঙ্গলবার রাত থেকে এই ৮ জনের সাথে যোগাযোগ করতে পারছিলেন না কংগ্রেসের অন্যান্য দল নেতা। সারারাত তাদের খোঁজ করতে থাকে কংগ্রেসের নেতা গণ। মঙ্গলবার রাতেই গুরগাঁও – তে যান তরুন ভানত, জয়বর্ধন সিং সহ অন্যান্য নেতারা। রাতে ৬ জনকে উদ্ধার করতে পেরেছেন বলে জানিয়েছেন জয়বর্ধন সিং। আর বাকি ২ জনের সাথে ও যোগাযোগ করা হয়েছে তাদের ও উদ্ধার করা হবে  বলে সূত্রের খবর।

Advertisement
Advertisement

আরও পড়ুন : ‘দিল্লির হিংসা বাংলায় কখনও হবে না’, বিজেপিকে নিশানা করে বললেন মমতা

বিজেপির এই কাজ নিয়ে কংগ্রেসের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে যে ভবিষ্যতেও তারা আবার এরকম কাজ করতে পারে। বিজেপি আবার ও কংগ্রেসের দল ভাঙানোর চেষ্টা করতে পারে বলে তাদের আশঙ্কা। মধ্যপ্রদেশে ১১৪ জন কংগ্রেসের, আর বিজেপির দখলে আছে ১০৭ জন, বাকি সমাজবাদী পার্টির ১ ও নির্দলের দখলে ৪ জন আর বিএসপি-র দখলে ১ জন। ২ টি আসন এখনও ফাঁকা রয়েছে। মধ্যপ্রদেশের সরকার এমনিতেই সংকটে রয়েছে।

গতকাল সাড়ে ৫ টা নাগাদ কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর দিল্লির বাংলোতে দুষ্কৃতীরা হামলা চালায়। আবার কাল রাতে কংগ্রেসের বিধায়কদের আটক করা হয়। এর সাথে কোন যোগসূত্র আছে কিনা তা কংগ্রেস দলকে ভাবাচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button