ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আরো ৩ শতাংশ ডিএ বাড়ছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের, সেপ্টেম্বর থেকে কি বাড়ছে মাইনে?

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্যের সরকার

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পর থেকেই বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন শুরু করেছেন, বর্ধিত মহার্ঘ ভাতার দাবিতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা তাদের আন্দোলন বহুদিন ধরে জারি রেখেছেন। সেই আন্দোলনের চাপে পড়ে এবার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। তারফলে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা এবার থেকে ৩৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন বলে সূত্রের খবর।

Advertisement
Advertisement

সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়ে ৩৪ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা একেবারে সমান হয়ে গেলো। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোষাগারে বাড়তি ৬২৫ কোটি টাকার বোঝা চাপবে। তবে এর ফলে উপকৃত হতে চলেছেন ৭.৫ লক্ষ সরকারি কর্মী এবং তাদের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।’

Advertisement

তবে কবে থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে? অগাস্টের বেতন থেকেই কি এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে? অর্থাৎ সেপ্টেম্বরের বেতনের সঙ্গে কি বর্ধিত মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা? আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৩৪% করে মহার্ঘ ভাতা পাওয়ার কারণে রাজ্য সরকারি কর্মীরা ও খুব শীঘ্রই ৩৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন বলে মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আশা করছেন খুব শীঘ্রই আবারো চার থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে তাদের মহার্ঘ ভাতা। অর্থাৎ সেক্ষেত্রে প্রায় ৩৮% থেকে ৩৯% হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button