টলিউডবিনোদন

বেডরুম থেকে মধুমিতার বোল্ড লুকের ছবি, মুহুর্তের মধ্যে ছবি ভাইরাল

Advertisement

কৌশিক পোল্ল্যে: মধুমিতার নতুন মুভি প্রায় মুক্তির পথে। প্রথম সিনেমার অপেক্ষা আর মাত্র দুদিন, তারপরই এক সদ্য তৈরি হওয়া জুটির অভিনয় বড়পর্দায় দেখতে পাবেন সারা বাংলার দর্শক। প্রতিম দাশগুপ্তের পরিচালনায় ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডের দিনে। প্রেমের দিনে প্রেমের ছবির জন্য অপেক্ষায় প্রহর গুনছেন মধুমিতার ভক্তরা। ছবিতে তার বিপরীতে রয়েছেন অর্জুন চক্রবর্তী। অর্জুন-মধুমিতার নতুন মেলবন্ধনে সাড়া পড়েছে সারা বাংলায়, প্রংশসিত হয়েছে এই জুটির রসায়ন। সিনেমার প্রমোশনে কোনো খামতি রাখছেন প্রযোজনা সংস্থা এসভিএস থেকে শুরু করে ছবির তারকারা।

এরইমাঝে নিজের ইনস্টাগ্রামে একটি বোল্ড ছবি শেয়ার করে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন মধুমিতা। ছবিটিতে একটি বিছানায় বসে হাঁটুতে বাহুবন্ধনের উপর মুখ রেখে বসে রয়েছেন তিনি। সঙ্গে রোজ পিঙ্ক কালারের স্বল্প পোশাকে মধুমিতার মোহময়ী লুক সত্যিই আকর্ষনীয়।

আরও পড়ুন : একের পর এক হট ছবি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই বাঙালি অভিনেত্রী

ছবিটি ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার শ্যুটিং সেট থেকে তোলা একটি স্টিল ছবি। মুভিটির একটি গানের দৃশ্যে এই পোশাকে একই ভঙ্গিমায় দেখা গিয়েছে তাকে। নতুন করে সেই স্মৃতি মন্থন করে সকল দর্শকদের সিনেমা দেখতে যাওয়ার জন্য শেষমুহূর্তের জানান দিলেন তিনি। প্রেমের বিভিন্ন পরিস্থিতি ও সম্পর্কের ভিত্তি নিয়ে আলোকপাত করা এই ছবিটির মূল কেন্দ্রবিন্দু ভালোবাসাকে ঘিরে।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

Related Articles

Back to top button