বাংলা সিরিয়ালবিনোদন

আসছে আদরের সন্তান, মধুবনীর বেবি বাম্পের ছবি ফের ভাইরাল

Advertisement

সম্প্রতি অভিনেত্রী মধুবনী নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তাঁকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য। গোলাপি রঙের ফ্লোরাল গাউনে মধুবনীকে যথেষ্ট সুন্দর লেগেছে। মধুবনীর এই ছবিটি ভাইরাল হয়েছে। নেটিজেনরাও মধুবনীকে শুভেচ্ছা জানিয়েছেন।

কিছুদিন আগেই মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের আরেকটি ছবি পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে টলি ও টেলি সেলেবরাও তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়। তবে করোনা পরিস্থিতির কারণে এখনও মধুবনীর বিউটি পার্লারে সেভাবে ভিড় জমছে না।

Related Articles

Back to top button