নিউজদেশ

এটি হলো ভারতের দীর্ঘতম ট্রেন, চালাতে লাগে ৬টা ইঞ্জিন এবং ট্রেনটি চলে ২৯৫টি কোচ দিয়ে – INDIAN RAILWAYS

এই ট্রেনে আপনি কিন্তু সফর করতে পারবেন না

Advertisement
Advertisement

ভারতের বেশিরভাগ মানুষই আজকাল ট্রেনে যাতায়াত করতে বেশি পছন্দ করেন। এমন পরিচিতিতে আপনিও নিশ্চয়ই দেখেছেন ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনের বিভিন্ন ধরনের কামরা হয়। এই ট্রেনের দৈর্ঘ্য এবং গতি আলাদা আলাদা হতে পারে। অনেক সময় শিশুরাও ট্রেনের সামনে দিয়ে যেতে যেতে তার বগি গুনতে থাকে। কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি ট্রেনের ব্যাপারে বলতে যাচ্ছি যার কোচ গণনা করতে আপনার কয়েক ঘণ্টা সময় লাগবে। এই ট্রেনের নাম সুপার বাসুকি এবং এই ট্রেনটি চালাতে ৬টা ইঞ্জিন দরকার পড়ে।

Advertisement
Advertisement

ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ২০২২ সালে ভারতীয় রেলওয়ে দ্বারা এই সুপার বাসুকি ট্রেনটি সূচনা করা হয়েছিল। ছয় ইঞ্জিনে চলা এই ট্রেনে মোট ২৯৫ টি কোচ রয়েছে। এই ট্রেনের মোট দৈর্ঘ্য প্রায় ৩.৫ কিলোমিটার এবং এই ট্রেন অতিক্রম করতে প্রায় মিনিট পর্যন্ত সময় নিতে পারে। এই ট্রেনে ২৯৫ টি লোড ওয়াগন রয়েছে। এই ট্রেনটি ছয়টি ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং মোট ২৭ হাজার টন কয়লা বহন করতে পারে। ছত্রিশগড়ের কোরবা থেকে নাগপুরে রাজনন্দগাঁও পর্যন্ত এই ট্রেন যেতে পারে। এতটা রাস্তা অতিক্রম করতে এই ট্রেন ১১.২০ ঘন্টা সময় নেয়।

Advertisement

আদতে বলতে গেলে সুপার বাসুকি হলো ভারতের সবথেকে বড় পণ্যবাহী ট্রেন। পাঁচটি পণ্যবাহী ট্রেনকে একত্র করে এই ট্রেন নির্মাণ করেছে ভারতীয় রেলওয়ে। আপনাদের জানিয়ে রাখি এই ট্রেন দ্বারা বহন করা মোট কয়লা ৩০০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য যথেষ্ট। বিদ্যমান ট্রেনের ক্ষমতার থেকে প্রায় তিনগুণ বেশি এই ট্রেনের ক্ষমতা। এই ট্রেনটি এক টিপে ৯ হাজার টন কয়লা বহন করতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button