Today Trending Newsদেশনিউজ

মহারাষ্ট্রে চলছে সাপ্তাহিক লকডাউন, হদিশ মিলল ভারতীয় নয়া স্ট্রেনের

Advertisement
Advertisement

মুম্বই: জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে কোভিড টিকাকরণ (Covid Vaccination)। দৈনিক সনংক্রমণের হার কমছে দেশ জুড়ে। তারমধ্যেই নতুন করে করোনা আতঙ্ক মহারাষ্ট্রে (Maharashtra)। মুম্বই (Mumbai) সহ রাজ্যের পাঁচটি শহরে বাড়ছে সংক্রমণ। তাতে শঙ্কিত উদ্ধব ঠাকরের সরকার (Uddhab Thakre Govt)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাল থেকে সাতদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে অমরাবতীতে (Amaravati)। প্রসঙ্গত, এরই মধ্যে সেখানে সপ্তাহান্তের লকডাউন ডাকা হয়েছিল। এবার মেয়াদ বাড়িয়ে সাতদিনের করা হল। পরিস্থিতি নিয়ন্ত্রনে না এলে মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement
Advertisement

শনিবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত লকডাউন রয়েছে অমরাবতীতে। সোমবার সন্ধে থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী লকডাউন। পরবর্তী সাতদিন জরুরি কারণ ছাড়া বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে জনসাধারনকে। বিধায়ক ও মন্ত্রী যশোমতী ঠাকুর তাঁর ঘোষণায় জানিয়েছেন, এই লকডাউনের প্রভাব থেকে বাদ রয়েছে অচলপুর। । আজ মহারাষ্ট্রের সমাজকল্যাণমন্ত্রী বিজয় ওয়াদেত্তিয়ার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ”নাগপুর, আকোলা, অমরাবতী, ইয়াভাতমাল, মুম্বই ও পুণেতে করোনা সংক্রমণ বাড়ছে। আমরা জেলা প্রশানকে সতর্ক হতে বলেছি। প্রয়োজনমতো লকডাউন ডেকে কিংবা এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে।”

Advertisement

পাশাপাশি, মহারাষ্ট্রে নতুন ভারতীয় কোভি়ড-১৯ স্ট্রেনের হদিশ মিলেছে যা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন দিল্লির এইমসের ডিরেক্টর রণদীপ গুলারিয়া। তাঁর কথায়, “কোভিডের নতুন স্বদেশি স্ট্রেন আরও ভয়ানক। এই স্ট্রেনটি করোনাজয়ীদেরও ফের সংক্রমিত করতে পারে।” গতকাল, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ”মানুষ যতই গাছাড়া মনোভাব দেখাক জেলা প্রশাসনকে কিন্তু ঢিলে দিলে চলবে না। এবার জনতাই বিচার করুক তারা নিয়ম মেনে চলবে নাকি আবারও লকডাউনের দিনে ফিরে যাবে।” প্রসঙ্গত, অমরাবতীর লকডাউনের ঘোষণার মধ্যেই পুণেতেও ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button