নিউজরাজ্য

Howrah Local Train: লোকাল ট্রেনে থাকবে সিসি ক্যামেরা, লেডিস কামরায় প্যানিক সিস্টেম, কেমন হল হাওড়ার নতুন ট্রেন?

এই লোকাল ট্রেন আপনাকে অনেক ধরনের সুবিধা দিচ্ছে

Advertisement
Advertisement

লোকাল ট্রেনে ভ্রমণ করা এখন আরো ভালো হয়ে উঠল হাওড়ার যাত্রীদের জন্য। হাওড়া থেকে চালু হয়ে গেল আরামদায়ক নতুন ধরনের এমু লোকাল। বিশেষ পরিষেবাযুক্ত এই ধরনের লোকাল ট্রেন কামরার নাম দেওয়া হয়েছে অ্যালষ্টম এমু কামরা। পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে এই ধরনের বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনে থাকছে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ভগৎ সিং এর মত স্বাধীনতা সংগ্রামীদের ছবি।

Advertisement
Advertisement

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এগুলি হতে চলেছে একেবারে বিশেষ রেলওয়ে কামরা। এগুলি সম্পূর্ণরূপে স্টিল দিয়ে তৈরি করা হবে এবং আগুনের কোন ভয় নেই। প্রতিটি কামড়াতে থাকবে প্যাসেঞ্জার এলার্ট সিস্টেম। প্রতিটি লেডিস কামড়ায় থাকবে বিশেষ ধরনের প্যানিক এলার্ট সিস্টেম। এই ট্রেনে থাকবে সিসিটিভি ক্যামেরা। ফলে এই ট্রেনে যদি আপনি সফর করেন, তাহলে কিন্তু আপনি এই ট্রেন নোংরা করতে পারবেন না। সবার ব্যাপারে আপনাকে ভাবতে হবে।

Advertisement

Advertisement
Advertisement

রেলের নিত্যযাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এক যাত্রী বলছেন, যাত্রার সময় তার অভিজ্ঞতা এই ট্রেনে বেশ ভালো। এই ট্রেনে বিভিন্ন মনীষীর ব্যাপারে আলোচনা রয়েছে এবং তাদের সুদৃশ্য ছবি এই ট্রেনের বিভিন্ন জায়গাতে রয়েছে। সেই কারণেই সফর করতে করতেও বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাচ্ছে। এই বিষয়টা নিত্য যাত্রীদের জন্য বেশ লাভজনক হতে চলেছে।

Advertisement

Related Articles

Back to top button