Today Trending Newsনিউজরাজ্য

Train Cancelled: ১০ দিনের জন্য বহু লোকাল বাতিল শিয়ালদহ শাখায়, কোন কোন রুটে ট্রেন চলবে না? জানুন

ডানকুনি থেকে ছাড়া ২ টি ট্রেন, শিয়ালদহ থেকে ছাড়া ৩ টি ট্রেন ও বারুইপুর থেকে ছাড়া ১ টি ট্রেন বাতিল হবে

Advertisement
Advertisement

বাংলায় লোকাল ট্রেনের দৌলতে সকাল সকাল কলকাতার বুকে কাজ করতে আসেন হাজার হাজার মানুষ। এছাড়াও খুবই কম সময়ে এবং অত্যন্ত কম খরচে দূরের কোনো জায়গায় যাতায়াত করতে হলে লোকাল ট্রেনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু মাঝে মাঝেই রেলওয়ের কাজের জন্য ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আর শেষ কয়েকদিনে যেন এই সমস্যা কাটছেই না। বিগত কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে বিভিন্ন শাখায়। বৃহস্পতিবার থেকেই ডানকুনি, শিয়ালদহ ও বারুইপুর থেকে ছাড়া একাধিক ট্রেন বাতিল করার পরিকল্পনা করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, ডানকুনি-খড়গপুর সেকশনের ওভারব্রিজের কাজের জন্য ১৫ জুন থেকে ১৯ জুন ও ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ৪ ঘণ্টা ট্রেন চলাচল ব্যহত হবে।

Advertisement
Advertisement

রেলওয়ের নিয়ম অনুযায়ী, যেই লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তাতে রয়েছে ডানকুনি থেকে ছাড়া ২ টি ট্রেন, শিয়ালদহ থেকে ছাড়া ৩ টি ট্রেন ও বারুইপুর থেকে ছাড়া ১ টি ট্রেন। ডানকুনি থেকে ছাড়া 32248, 32250 ডানকুনি-শিয়ালদা লোকাল, শিয়ালদা থেকে ছাড়া 32245, 32247, শিয়ালদহ-ডানকুনি লোকাল ও 32413 শিয়ালদহ- বারুইপাড়া লোকাল বাতিল করা হয়েছে ১০ দিনের জন্য। এছাড়া বারুইপাড়া থেকে ছাড়া 32414 লোকালও বাতিল করা হয়েছে।

Advertisement

এই কাজের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেনও নিয়ন্ত্রণ করা হবে। 12254 অঙ্গ এক্সপ্রেস ৯০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। 15228 মুজাফরপুর SMVT এক্সপ্রেস ১৯ ও ২৬ জুন ৯০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। 22202 পুরী- শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসকেও ২১, ২৩, ৩০ জুন ও ২ জুলাই ৯০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া, 22214 পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসকেও ২১, ২৩, ৩০ জুন ও ২ জুলাই ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button