LIC-র এই পলিসিতে মাত্র ৮৭ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ১১ লক্ষ টাকা, জানুন সম্পূর্ণ বিবরণ
এলআইসির এই বিশেষ প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে
বিনিয়োগ করার জন্য সবথেকে বেশি ভরসাযোগ্য কোম্পানিগুলির মধ্যে একটি হলো এলআইসি।এখনো পর্যন্ত মহিলাদের জন্য একাধিক জনপ্রিয় পরিকল্পনা নিয়ে এসেছে এই কোম্পানিটি। সম্প্রতি মহিলাদের স্বার্থের কথা মাথায় রেখে এলআইসি এমন একটি প্রকল্প নিয়ে এসেছে, যেখানে মহিলারা সমস্ত ধরনের সুবিধা পেয়ে থাকেন। এই প্রকল্পের নাম হলো আধার শিলা প্রকল্প। এই প্রকল্পের অধীনে মহিলারা বীমা সুরক্ষা থেকে শুরু করে সঞ্চয়ের সুবিধা সবকিছুই পেয়ে থাকেন। চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ স্কিমের সম্পর্কে বিস্তারিত।
এলআইসির এই বিশেষ প্ল্যান হলো একটি এনডাউমেন্ট নন লিঙ্ক পার্সোনাল লাইফ প্ল্যান যা মহিলাদের জন্যই মূলত ডিজাইন করা হয়েছে। পলিসি ধারকের পরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদান করে এই প্রকল্পটি। যদি পলিসি ধারক পলিসির মেয়াদের সময় মারা যান এবং দীর্ঘ সময় ধরে তিনি সম্পদ সঞ্চয় করে থাকেন তাহলে নমিনির কাছে সেই টাকা দেওয়া হবে।
এই প্রকল্পটি মূলত ৮ থেকে ৫৫ বছর বয়সী সমস্ত মহিলাদের জন্যই চালু করা হয়েছে। এই পরিকল্পনার মেয়াদ ১০ থেকে ২০ বছরের মধ্যে এবং এই এলআইসি প্লান এর পরিপক্কতার বয়স হলো সর্বাধিক ৭০ বছর। অন্যদিকে এলআইসির এই প্রকল্পে নূন্যতম আপনি ৭৫ হাজার টাকা জমা করতে পারবেন এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। যদি আপনি এই প্রকল্পে ১১ লক্ষ টাকা পেতে চান তাহলে আপনাকে দৈনিক ৮৭ টাকা করে জমা করতে হবে। তাহলে আপনি এক বছরে ৩১,৭৫৫ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। দশ বছরে আপনি জমা করতে পারবেন ৩,১৭,৫৫০ টাকা। এই প্রকল্পের পরিপক্কতার সময়কাল ৭০ বছর। এইরকম পরিস্থিতিতে আপনি এই প্রকল্পের ম্যাচিউরিটির সময় ১১ লক্ষ টাকা পেয়ে যাবেন।