নিউজরাজ্য

ডেঙ্গু নিয়ে বিধানসভা উত্তাল, মমতার প্রশ্ন তৃণমূল কংগ্রেস কি মশা আমদানি করে নিয়ে এসেছে?

Advertisement
Advertisement

ডেঙ্গি নিয়ে সমালোচনা করতে গিয়ে বিধানসভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় ৪৫ হাজার জন তার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। বাকিজন দের রাজ্যই বাঁচিয়েছে। তিনি আরো প্রশ্ন করেছেন যে তৃণমূল কংগ্রেসকে আমদানী করে মশা নিয়ে এসেছে?

Advertisement
Advertisement

ডেঙ্গি নিয়ে পুরো রাজ্য বিধ্বস্ত, প্রায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে এই মারণ রোগে। এই নিয়ে বিধানসভায় পৌনে দু ঘন্টার আলোচনা শুরু হয়। বিরোধীরা স্বাস্থ্য নিয়ে তীব্র সমালোচনা করলে তার উত্তর দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

বিরোধীরা অনেক রকম প্রশ্ন তোলেন তাদের বক্তব্য, টিভিতে রেডিওতে সরকারি বিজ্ঞাপনে আতঙ্কিত না হওয়ার কথা বলা হলেও জঙ্গি ধরা পড়ার পরে দ্রুত মৃত্যু হচ্ছে অনেকের। শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বলেছেন যে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য দায় স্বীকার করতেই হবে রাজ্য সরকারকে।

Advertisement
Advertisement

অন্যদিকে মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব করেন তাদের মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে যখন ম্যালেরিয়া আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনের পর দিন বাড়ছিল তখন লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলেন।

বাম ও কংগ্রেসের যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয় গত ৬ সেপ্টেম্বর বিধানসভা বিবরণীর ১৮৫ নম্বর ধারায় ডিঙ্গি নিয়ে আলোচনা চেয়েছিলেন, কিন্তু সেই আলোচনায় হয় ১৯৪ ধারায় তারা আরো বলেন ২০১৭ থেকে এবং ২০১৮সালে ডেঙ্গু নিয়ে কোনো আলোচনাই হয়নি।

তবে চলতি বছরের সেই আলোচনার সুযোগ থাকলেও আলোচনা আর আলোচনা হয়নি আলোচনাটা অনেকটাই বিরোধীদের পারস্পরিক চাপান-উতোর এ পরিণত হয়েছিল। যার ফলে আলোচনার মধ্যে থেকে সুরাহার কোনো পথ ই বেরিয়ে আসেনি।

Advertisement

Related Articles

Back to top button